এনএনবি : হোয়াইট হাউজের বাইরে রোববার সকালে সশস্ত্র এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস কর্মকর্তারা। ঘটনার সময় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে ছিলেন না। তিনি সপ্তাহান্তের ছুটি কাটাতে ফ্লোরিডায় নিজের বাড়িতে গিয়েছিলেন।
ঘটনার পরপরই একথা জানিয়েছেন সিক্রেট সার্ভিসের চিফ অব কমিউনিকেশনস অ্যান্থনি গুগ্লিয়েলমি। সিক্রেট সার্ভিস বাহিনী প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সুরক্ষার দায়িত্বে রয়েছে।
তারাই জানিয়েছে, স্থানীয় পুলিশ আগেই সিক্রেট সার্ভিসকে সতর্ক করে দিয়ে জানিয়েছিল, ইন্ডিয়ানা থেকে ওয়াশিংটন ডিসি যাচ্ছেন এক ‘আত্মঘাতী ব্যক্তি’। তিনি হামলা করতে পারেন।
এরপরই সতর্ক হয় সিক্রেট সার্ভিস। হোয়াইট হাউজ চত্বরেও জোরদার করা হয় নিরাপত্তা। হোয়াইট হাউজের খুব কাছে পুলিশের বর্ণনা মতো এক ব্যক্তিকে দেখতে পান সিক্রেট সার্ভিস এজেন্টরা। তার গাড়িও কাছেই পার্ক করা অবস্থায় পাওয়া যায়।
অ্যান্থনি গুগ্লিয়েলমি বলেন, ওই ব্যক্তির কাছে এগিয়ে যেতেই তিনি আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ধরেন। শুরু হয় সশস্ত্র সংঘর্ষ। সিক্রেট সার্ভিস পাল্টা গুলি চালালে আহত হয়ে লুটিয়ে পড়েন অস্ত্রধারী। তবে সিক্রেট সার্ভিসের কেউ এ ঘটনায় আহত হননি।
সিএনএন জানায়, অপরিচিত ওই অস্ত্রধারীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কড়া নিরাপত্তাধীনে রাখা হয়েছে তাকে। তবে তার অবস্থা এই মূহূর্তে কেমন তা জানা যায়নি।
Leave a Reply