1. nannunews7@gmail.com : admin :
March 12, 2025, 11:45 am

সিরিয়ায় শান্তির ডাক দিলেন নেতা আহমেদ আল-শারা

  • প্রকাশিত সময় Monday, March 10, 2025
  • 3 বার পড়া হয়েছে

এনএনবি : সিরিয়ায় শান্তি ও জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন দেশটির নেতা ও অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।
সিরিয়ার বর্তমান ইসলামপন্থি শাসকদের অনুগত নিরাপত্তা বাহিনী ও বন্দুকধারীদের সঙ্গে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের আলাউইত সম্প্রদায়ের যোদ্ধাদের মধ্যে লড়াইয়ে বহু মানুষ নিহত হওয়ার পর শান্তির এই আহ্বান জানালেন শারা।
রোববার দামেস্কের মাজ্জা শহরের এক মসজিদে বক্তব্যদানকালে প্রেসিডেন্ট আল-শারা বলেন, “আমাদেরকে জাতীয় ঐক্য ও অভ্যন্তরীন শান্তি রক্ষা করতে হবে, যাতে আমরা একত্রে বাস করতে পারি।” সাম্প্রদায়িক উত্তেজনায় দেশকে আরও অস্থিতিশীল করে না তোলার জন্য সিরিয়াবাসীকে আহ্বান জানান তিনি।
সিরিয়ায় বর্তমানে যা ঘটছে তা ‘প্রত্যাশিত চ্যালেঞ্জ’ বলে উল্লেখ করে শারা বলেন, “এই দেশের টিকে থাকার সব বৈশিষ্ট্য রয়েছে।”
শনিবার যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সিরিয়ার বর্তমান সংঘর্ষে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়ে যাওয়ার কতা জানিয়েছে।

 


তারা জানায়, নিহতদের মধ্যে ৭৪৫ জন বেসামরিক, ১২৫ জন সিরীয় নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ১৪৮ জন আসাদের প্রতি অনুগত যোদ্ধা।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর প্রধান রামি আব্দুল রাহমান জানান, বৃহস্পতিবার থেকে সিরিয়ার আলাউইতিদের মূল এলাকা উপকূলীয় আলাউইত অঞ্চলের জাবলেহ, বানিয়াসসহ আশপাশের এলাকাগুলোতে ব্যাপক হত্যাকা- সংঘটিত হচ্ছে। সিরিয়ায় ১৩ বছর ধরে চলা গৃহযুদ্ধের সবচেয়ে ভয়াবহ সহিংসতা ঘটছে সেখানে।
নিহত বেসামরিকদের মধ্যে সংখ্যালঘু আলাউইত সম্প্রদায়ের নারী ও শিশুরাও রয়েছেন বলে জানিয়েছেন তিনি।
কয়েক দশকের পারিবারিক শাসনের পর গত ডিসেম্বরে বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হন৷ এর মধ্য দিয়ে সিরিয়ায় ব্যাপক দমন-পীড়ন এবং ধ্বংসাত্মক গৃহযুদ্ধ অবসানের আশা জেগে উঠেছিল।
কিন্তু দেশটির পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। সেখানে আভ্যন্তরীন এই সংঘাত শুরুর পাশাপাশি ইসরায়েলও প্রায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। গত সপ্তাহ থেকে পরিস্থিতি অনেকটা উত্তপ্ত হয়ে উঠেছে।
বাশার আল-আসাদের অনুগত সশস্ত্র যোদ্ধারা নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর আকস্মিক হামলা চালানোর পর গত বৃহস্পতিবার সিরিয়ার নতুন সরকারের নিরাপত্তা বাহিনী তাদের বিরুদ্ধে অভিযান শুরু করে।
তারা বলেছে, সাবেক প্রেসিডেন্ট আসাদের সমর্থক জঙ্গিরা লাতাকিয়া প্রদেশে তাদের বাহিনীর ওপর প্রাণঘাতী চোরাগোপ্তা হামলা চালিয়েছে। এটি একটি উদীয়মান বিদ্রোহ।
গত ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর ক্ষমতা দখল করে বিদ্রোহী জোট। এই জোটের নেতৃত্ব আছে কট্টরপন্থি গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)। এইচটিএসসের প্রধান আহমেদ আল-শারা এখন সিরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট।
পশ্চিম সিরিয়ার উপকূলীয় অঞ্চলে উদীয়মান সাম্প্রতিক বিদ্রোহকে এখন পর্যন্ত শারা সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640