রাকিব আলী ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা কলেজ ছাত্রদলের আয়োজনে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে কেন্দ্রে ঘোষিত মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে দৌলতপুর কলেজে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টার দিকে দৌলতপুর কলেজ ছাত্রদল নেতা খালিদ হাসান আরজু’র নেতৃত্বে ক্যাম্পাস চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন দৌলতপুর পুর কলেজ ছাত্রদলের আহ্বায়ক মিরন হাসান আলামিন, দৌলতপুর কলেজ ছাত্রদলের সদস্য সচিব মভিরুল ইসলাম সহ কলেজ ছাত্রদলের অন্যান্য কর্মীবৃন্দ।
মানববন্ধনে দেশে চলমান সহিংসতা ও নারীদের ধর্ষণ নিপীড়নের প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দরা বলেন, দেশে প্রচলিত আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে ও আইন প্রয়োগকারী সংস্থা ও রাষ্ট্রতন্ত্রকে দোষীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকতে হবে।
Leave a Reply