দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকের সর্বো”চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রকি আহমেদ, সদস্য সচিব আব্দুল হামিদ আক্কাস, যুগ্ম আহ্বাায়ক পিয়াস ইবনে ছানা ও মুখ্য সংগঠক হোসাইন আহমেদ প্রমুখ। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য সদস্যবৃন্দ উপ¯ি’ত ছিলেন। বক্তব্যে তারা দেশ ব্যাপী নারী নির্যাতন ও ধর্ষণকারী কারীদের সর্বো”চ শাস্তি মৃত্যুদন্ড দাবি করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দৌলতপুর উপজেলা শাখা এ কর্মসূচীর আয়োজন করে।
Leave a Reply