খোকসা প্রতিনিধি ॥ ধর্ষকের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদন্ড ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কুষ্টিয়ার খোকসার সচেতন নাগরিক ও সাধারণ শিক্ষার্থীবৃন্দের আয়োজনে সোমবার সকালে খোকসা সরকারি কলেজ গেট সংলগ্ন মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ধর্ষণ ও যৌন নিপীড়ন বিরোধী বিক্ষোভ সমাবেশে উত্তাল হয়ে উঠেছিল খোকসার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সোমবার সকালে ফেস্টুন ব্যানার নিয়ে রাস্তায় নেমে পড়েছিল প্রাইমারি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা ব্যানার নিয়ে খোকসা থানা শহর প্রদক্ষিণ করে কুষ্টিয়া- রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। কিছুক্ষণ বিক্ষোভ করার পর খোকসা বাস স্ট্যান্ড সংলগ্নে রাস্তার দুইপাশ দিয়ে মানববন্ধনে অংশ নিয়েছিল। শিক্ষার্থীরা ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার ও শাস্তির দাবি করেন। ধর্ষকের পক্ষে আদালতে শুনানির জন্য আইনজীবী দাঁড়ালে তারও শাস্তির আওতায় আসতে হবে এমন শ্লোগানে মুখরিত হয়ে উঠেছিল থানা শহরটি। বিক্ষোভ সমাবেশ থেকে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড।
Leave a Reply