মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে ইফতার শেষে ফেরার পথে রতন আলী মন্ডল (৪৮) নামে এক হোমিও চিকিৎসককে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১০মার্চ) রাত পৌনে ৮টার দিকে উপজেলার চিথলিয়া আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রতন আলীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রতন দৌলতপুর উপজেলার শেরপুর গ্রামের মৃত আবুল কাশেম মন্ডলের ছেলে। স্থানীয় শেরপুর গ্রামের মেম্বার পাঞ্জু মালিথা জানান, ইফতার শেষে রতন আলীসহ দুজন মোটরসাইকেলে ফেরার পথে দুর্বৃত্তরা রতনের পায়ে গুলি করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। অপরদিকে, দৌলতপুরে ছিনতাইকারীর কবলে পড়ে আনারুল বিশ্বাস (৪৫) নামে এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি মাঠের মধ্যে এ ঘটনা ঘটে। আহত ভ্যানচালককে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত আনারুল বিশ্বাস মিরপুর উপজেলার আমলা সদরপুর ইউনিয়নের হিদিরামপুর গ্রামের ইয়াকুব বিশ্বাসের ছেলে। আনারুল বিশ্বাসের ছেলে লিজন বলেন, রাতে ভ্যান চালিয়ে যাওয়ার পথে খলিসাকুন্ডি মাঠের মধ্যে পাঁচ-ছয় জন ছিনতাইকারী ভ্যান ছিনিয়ে নিতে চায়। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে বাবাকে মারধর করে পালিয়ে যায় তারা। পরে তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে।
মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ বলেন, ‘নিজেদের মধ্যে বিরোধের জেরে একজনের পায়ে গুলি লাগার খবর পেয়েছি। খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
Leave a Reply