কাগজ প্রতিবেদক ॥ অগ্নি দুর্ঘটনায় পুড়ে যাওয়া ফলের ও চায়ের দোকান পুননির্মানের জন্য সহায়তা প্রদান করল জামায়াতে ইসলামী কুষ্টিয়া। ১০ই মার্চ, কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড়ে ভোর রাতে আগুনে পুড়ে ভষ্ম হয়ে যায় পাঁচটি দোকান। ক্ষতিগ্রস্থ দোকানিরা ব্যবসার সর্বস্ব হারিয়ে ভেঙে পড়েন।
ফজরের পরে ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের সাথে সাক্ষাৎ করতে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন। এসময় ক্ষতিগ্রস্থদের সাথে সাক্ষাৎকালে তিনি জামায়াতের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন। এরপরে দুপুর দুইটাই অধ্যাপক ফরহাদ হুসাইন এর নেতৃত্বে ক্ষতিগ্রস্তদের সাথে আবার দেখা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়ার নেতাকর্মীরা। তারা ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করেন, যেন ক্ষতিগ্রস্তরা প্রাথমিকভাবে দোকান নির্মাণ এবং পণ্য ক্রয় করে আগামীকাল থেকেই তাদের ব্যবসা আবার শুরু করতে পারেন। এ সময় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ারদার, সহকারি সেক্রেটারি খাইরুল ইসলাম রবিন, কুষ্টিয়া জামায়াতের শহর আমীর এনামুল হক, কুষ্টিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম মহসিন আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।
Leave a Reply