এনএনবি : পাকিস্তান সরকার সব ‘অবৈধ অভিবাসী’ এবং আফগান সিটিজেন কার্ডধারীদের ৩১ মার্চের আগেই দেশ ছেড়ে চলে যেতে বলেছে। অন্যথায় তাদেরকে ১ এপ্রিল থেকে নিজদেশে ফেরত পাঠানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “পাকিস্তান দয়ালু এক আশ্রয়দাতা। দায়িত্বশীল একটি রাষ্ট্র হিসাবে তারা তাদের প্রতিশ্রুতি পূরণ করেছে এবং বাধ্যবাধকতা মেনে চলেছে। আমরা আবারও বলছি যে, পাকিস্তানে যারা আছেন তাদেরকে সব বৈধ প্রক্রিয়া পূরণ করতে হবে।”
২০২৩ সালে ‘বেআইনি বিদেশি নাগরিক প্রত্যাবর্তন কর্মসূচি’ চালু করেছে পাকিস্তান। এর আওতায় ফেরত পাঠানো বিদেশিদের বেশিরভাগই আফগান। তবে এবার তারা প্রথম কাগজপত্রহীন বিদেশিদের বিতাড়িত করার দিকে মনোনিবেশ করেছে।
পাকিস্তানে আফগান অভিবাসীরাই সংখ্যায় বেশি। জাতিসংঘের হিসাবমতে, পাকিস্তানে বর্তমানে ‘আফগান সিটিজেন কার্ড’ আছে আট লাখের বেশি জনের। পাকিস্তান সরকারের নিবন্ধিত আফগান আছে আরও ১৩ লাখ এবং তাদের ঠিকানা প্রমাণের আলাদা রেসিডন্ট কার্ড আছে।
এই আফগানরা নতুন ওই নির্দেশের আওতায় পড়ছেন কি না, তা অবশ্য স্পষ্ট করে জানানো হয়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে।
গত চার দশকে প্রায় ২৮ লক্ষ আফগান শরণার্থী পাকিস্তানে ঢুকেছে। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা পুনর্দখল করার পর থেকে পাকিস্তানে আফগান শরণার্থীর সংখ্যা বেড়েছে।
যাদের চলে যেতে বলা হয়েছে, তাদের একটি বড় অংশ যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশে পুনর্বাসনের অপেক্ষায় রয়েছে।
Leave a Reply