এনএনবি : স্কটল্যান্ডে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টে ডনাল্ড ট্রাম্পের টার্নবেরি গল্ফ রিজোর্টে ফিলিস্তিনপন্থি গ্রাফিতি এঁকে ও গল্ফ কোর্সে গর্ত করে প্রতিবাদ জানিয়েছে একটি গোষ্ঠী।
প্যালেস্টাইন অ্যাকশন নামের প্রতিবাদকারী একটি গোষ্ঠী এর দায় স্বীকার করেছে, জানিয়েছে রয়টার্স।
শনিবার স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে, গল্ফ কোর্সের দেয়ালগুলোতে লাল কালিতে এলোমেলোভাবে লেখা হয়েছে ‘ফ্রি গাজা’ এবং ‘ফ্রি প্যালেস্টাইন’, এর পাশাপাশি ট্রাম্পকে অপমান করেও কিছু কথা লেখা হয়েছে।
গল্ফ কোর্সের একটি হোলকে ঘিরে থাকা গ্রিনে বড় করে সাদা কালিতে ‘গাজা বিক্রির জন্য নয়’ লেখা হয়েছে। কোর্সের বিভিন্ন জায়গায় গর্ত খুঁড়ে রাখা হয়েছে।
প্যালেস্টাইন অ্যাকশন সামাজিক মাধ্যম এক্স এ এক পোস্টে জানিয়েছে, তারা এসব করে ট্রাম্পের গাজা নীতির প্রতিবাদ জানিয়েছে।
“যখন ট্রাম্প গাজাকে তার সম্পত্তি বলে বিবেচনার উদ্যোগ নিয়েছেন, তার জানা উচিত তার নিজের সম্পত্তিই নাগালের মধ্যে রয়েছে,” পোস্টে লিখেছে তারা।
গত মাসে ট্রাম্প অপ্রত্যাশিতভাবে ঘোষণা করেন যে যুক্তরাষ্ট্র গাজা অধিগ্রহণ করবে আর ফিলিস্তিনি ছিটমহলটির ২৩ লাখ বাসিন্দাকে অন্য কোথাও পুনর্বাসন করে সমুদ্রতীরবর্তী ভূখ-টিকে ‘মধ্যপ্রাচ্যের রিভিয়েরা’ হিসেবে গড়ে তুলবে। মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণায় পুরো আরব বিশ্ব ক্ষুব্ধ হয়।
স্কটল্যান্ডের পুলিশ জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করে দেখছে।
স্কটল্যান্ড পুলিশের এক মুখপাত্র বলেছেন, “৮ মার্চ, শনিবার ভোররাত ৪টা ৪০ মিনিটের দিকে (স্থানীয় সময়) টার্নবেরির গল্ফ কোর্স ও মেইডেনস রোডের একটি প্রাঙ্গণ ক্ষতিগ্রস্ত করার অভিযোগ পাই আমরা।”
এ বিষয়ে আশেপাশের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
শনিবার পৃথক আরেক ঘটনায় এক ব্যক্তি লন্ডনের ওয়েস্টমিনস্টার প্রাসাদের বিগ বেন টাওয়ারের উপরে উঠে ফিলিস্তিনের পতাকা দোলান।
Leave a Reply