1. nannunews7@gmail.com : admin :
March 12, 2025, 11:50 am

সৌদি ও আমিরাতে রপ্তানি হবে ১১ হাজার টন ইলিশ

  • প্রকাশিত সময় Tuesday, March 4, 2025
  • 8 বার পড়া হয়েছে

 

ঢাকা অফিস ॥ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ১১ হাজার টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

সোমবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

উপদেষ্টা ফরিদা আখতার জানান, সর্বাধিক প্রবাসী কর্মজীবী আছেন সৌদি আরবে প্রায় ৪৪ লাখ এবং সংযুক্ত আরব আমিরাতে প্রায় ২২ লাখ। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে প্রাথমিক অবস্থায় দুটি দেশে মোট ১১ হাজার টন ইলিশ রপ্তানির জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, আসন্ন রমজান মাসে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য সরবরাহ নিশ্চিত করার কাজ করছে। ঢাকা শহরে রমজান মাসে মাছ, মাংস, ডিম ও দুধ সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখার জন্যপদক্ষেপ নেওয়া হয়েছে।

উপদেষ্টা আরও জানান, রমজান মাসে ঢাকা শহর ছাড়াও সারা দেশব্যাপী প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সমন্বয়ে বিপণন কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640