1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 2:57 pm

ভেড়ামারায় জিকে ড্রেজিং নির্বাহী প্রকৌশলী সৈকত বিশ্বাসের দূর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত সময় Tuesday, March 4, 2025
  • 101 বার পড়া হয়েছে

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় ড্রেজার বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈকত বিশ্বাস এর দূর্নীতি ও নানা অপকর্ম তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন সেখানকার ড্রেজার বিভাগের কর্মচারীবৃন্দ। গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয়তাবাদি শ্রমিকদল ভেড়ামারা শাখার ব্যাানারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, শ্রমিক দলের উপজেলা শাখার সভাপতি ও ভারপ্রাপ্ত ড্রেজার মাষ্টার ছালামত হোসেন। সংবাদ সম্মেলনে তিনি পাউবোর নির্বাহী প্রকৌশলী সৈকত বিশ্বাসের বিরুদ্ধে নানা অপকর্ম, দূর্ণীতি স্বেচ্ছাচারিতা, চলমান ড্রেজার থেকে তেল চুরি করে বিক্রী, ঠিকাদারী কাজে নানা অনিয়মের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ ও তার পোষ্যগুন্ডা বাহিনী লেলিয়ে ড্রেজারের সাধারণ কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন, নির্যাতন এমনকি অপহরণের অভিযোগ তুলে ধরে এক প্রতিবাদ জানিয়ে নির্বাহী প্রকৌশলীর অপসারণ এর দাবিও তুলে ধরেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল ভেড়ামারা উপজেলা শাখা ও ভেড়ামারা ড্রেজার বিভাগের কর্মচারীবৃন্দ।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ভেড়ামারা ড্রেজার অপারেশন বিভাগ, বাপাউবো এর সিএসডি-গড়াই এর কাফি ও মোঃ সজীব সহ অজ্ঞাতনামা ৮/১০ জন মুখোশধারী নির্বাহী প্রকৌশলী সৈকত বিশ্বাসের নির্দেশে গত ইং ০১/০৩/২০২৫ তারিখ বিকাল অনুমান ৪ ঘটিকার দিকে কুষ্টিয়া মডেল থানাধীন মজমপুর গেট থেকে জোরপূর্বক আমাকে অপহরণ করে নিয়ে যায়। আমি দায়িত্বপালন শেষে বাড়ি আাসার জন্য গাড়ির অপেক্ষায় ছিলাম সেখানে। তারা আমাকে সেখান থেকে অপহরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আমার হাতে থাকা ব্যাগ, নগদ ৩০,০০০/= (ত্রিশ হাজার) টাকা জোর পূর্বক ছিনিয়ে নেয়। এরপর আমার কাছে থাকা নিজ নামীয় জনতা ব্যাংকের ৩টি চেক নিয়ে নেয়। আমাকে ভয়ভীতি দেখিয়ে ৩০০ টাকার সরকারী স্টাম্পে সহি ও আমার উপরোক্ত জনতা ব্যাংকের তিনটি চেকে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেয়। এছাড়াও আমাকে আরও ভয়ভীতি দিয়ে আমার মুখ থেকে বানোয়াট স্বীকারোক্তি গ্রহণ করে তা মোবাইল ফোনে রেকর্ড করে। এবং আমার ভোটার আইডি কার্ড এর কপি, ছবিসহ নানা ধরনের প্রয়োজনীয় ডকুমেন্ট আমার ব্যাগের মধ্যে থেকে তারা নিয়ে নেয়। এরপর আমাকে বলে যে, এই ঘটনা কাউকে বললে তোকে ড্রেজারে চাকুরী করিতে দিবো না, এবং তোর পরিবারের লোকজনদের শেষ করিয়া ফেলবো। এই বলিয়া আমাকে তারা সেখান থেকে তাড়াইয়া দেয়। ড্রেজার বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈকত বিশ্বাস এর দূর্নীতি, চলমান ড্রেজার থেকে তেল চুরি/বিক্রয়, ঠিকাদারী কাজে অনিয়মের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে আসছে। আমাকে দিয়ে তার ব্যক্তিগত স্বার্থ হাসিল না হওয়ার কারণে আমার ওপর এই হামলার ঘটনা ঘটে আমি মনে করছি।
এই সংবাদ সম্মেলনে নির্বাহী প্রকৌশলীর শাস্তি ও অপসারণ দাবী করা হয়।
এ বিষয়ে পাউবোর নির্বাহী প্রকৌশলী সৈকত বিশ্বাসের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640