1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 12:25 pm

ভেড়ামারায় প্রকাশ্যে সশস্ত্র মহড়া, বাড়িঘর ভাংচুর, গুলিবর্ষন, ককটেল বিস্ফোরন ॥ আহত-৬

  • প্রকাশিত সময় Saturday, March 1, 2025
  • 43 বার পড়া হয়েছে

জমি দখল কে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় জমির দখল পাইয়ে দেওয়া কে কেন্দ্র করে দু’গ্রুপ এখন মুখোমুখি। সশস্ত্র মহড়া, বাড়ি ভাংচুর, ৪০/৫০ রাউন্ড ফাঁকা গুলি বর্ষন ও ককটেল বিস্ফোরনের ঘটনায় চাঁদগ্রামের বামনপাড়া এবং পৌরসভার মটপাড়া এলাকাবাসী চরম আতংকিত। দফায় দফায় হামলায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের বিছানায় মৃত্যু যন্ত্রনায় কাতরাচ্ছে সোহেল রানা নামের একটি কসমেটিকস ব্যবসায়ী। ভাংচুর করা হয়েছে কমপক্ষে ৫ টি বাড়ি। শুক্রবার দুপুর ১২টা থেকে শুরু হওয়া সংঘর্ষ ব্যাপক ভাবে রুপ নেয় রাতে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছাড়াও টহল জোর দার করা হয়েছে। স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন, ভেড়ামারা শহরের পাশেই বামনপাড়া এলাকার জনৈক স্কুল মাষ্টার জরজেস মাষ্টারের জমি নিয়েই মুলত সংকট সৃষ্টি হয়। জরজেস এর মৃত্যুর পর তার দ্বিতীয় স্ত্রী হাফিজা খাতুন উত্তরাধিকার সূত্রে সাড়ে ৫ শতক জমির ভাগ পায়। কিন্তু নানা টালবাহনায় কেটে গেছে প্রায় ২০ বছর। জমির ভাগ বুঝে নেওয়ার জন্য পৌরসভার মটপাড়া এলাকার স্থানীয় একটি গ্রুপের স্বরনাপন্ন হলে, সংঘবদ্ধ ওই গ্রুপ বামনপাড়া এলাকার ওই জমি দখল নিতে মরিয়া হয়ে উঠে। স্থানীয় মেজবাহুর রহমান জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে প্রথম সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় বামনপাড়া এলাকার সানি’র সাথে কথা কাটাকাটি হয় প্রতিপক্ষ গ্রুপের সাথে। দুুপুর সাড়ে ১২টার দিকে বামনপাড়া এলাকার সোহেল রানা ভেড়ামারার বাজার থেকে রিক্সা যোগে বাড়ি ফিরছিলেন। তিনি ভেড়ামারা শহরের কসমেটিকস ব্যবসায়ী। সে বামনপাড়ার আজিজ বিড়ি মোড়ের কাছে পৌছালে মটপাড়া এলাকার মাসুদ রানা, আকাশ’র নেতৃত্বে হাতুড়ি, রড এবং ভারী অস্ত্র দিয়ে ব্যবসায়ী সোহেল রানা কে বেধড়ক পিটিয়ে গুরুত্বর আহত করে। তার দুই পা হাতুড়ী দিয়ে পিটিয়ে ভেঙ্গে দেওয়া হয়। এখবর ছড়িয়ে পড়লে বামনপাড়া গ্রুপের লোকজন সংঘবদ্ধ হয়ে মাসুদ রানার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর চালায়। এসময় দু গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। দুই গ্রুপ কেই সশস্ত্র অবস্থায় মহড়া দিতে দেখা যায়। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। রাত ১০টায় শুরু হয় মুখোমুখি সংঘর্ষ। এসময় প্রায় ৪০/৫০ রাউন্ড গুলি বর্ষনের ঘটনায় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। মটপাড়া এবং বামনপাড়ার এলাকার শাহানুর, ইয়ারুল, সাহাজুদ্দীন, আশরাফুল, আতাহার’র বাড়ি ভাংচুর করা হয়। এঘটনায় উভয়পক্ষের অন্ততঃ ৫ জন আহত হয়েছে।
চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জানবার হোসেন বলেন, বামনপাড়া এলাকার একটি জমি দখল কে কেন্দ্র করেই মটপাড়া এলাকার একটি গ্রুপ হামলা চালায় এবং বসতবাড়ি ভাংচুর করে। দুই গ্রুপই আমাদের নিজেদের। উভয়পক্ষকেই শান্ত থাকার জন্য বলা হয়েছে। ভেড়ামারা থানার ওসি শেখ শহীদুল ইসলাম জানিয়েছেন, জমি দখল কে কেন্দ্র করে ২ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640