ক্রীড়া প্রতিবেদক ॥বাংলাদেশ নারী দলের ম্যাচ এলেই সাবিনা খাতুন-মারিয়া মান্দাদের ছাড়া এতদিন ভিন্ন ভাবনায় যেতে হতো না। এবার হয়েছে তেমনটাই। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে অবস্থান নিয়ে সংযুক্ত আরব আমিরাত সফরে নেই সাবিনাসহ ১৮ ফুটবলার।
ফলে আফিদা খন্দকারের নেতৃত্বে আজ প্রথম প্রীতি ম্যাচে একদম নতুন দল মাঠে নামছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৯টা ৩০ মিনিটে আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশনের মাঠে শুরু হবে ম্যাচটি।
আমিরাতের বিপক্ষে এবারই প্রথম সিনিয়র পর্যায়ে খেলছে বাংলাদেশ। এর আগে বয়সভিত্তিক পর্যায়ে প্রতিবারই বড় ব্যবধানেই জিতেছে বাংলাদেশের মেয়েরা। ৭-০, ৬-০ গোলের জয়ও আছে।
ঢাকায় সর্বশেষ ২০১৯ সালে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ফুটবলে কৃষ্ণা-সানজিদাদের জয় ছিল ২-০ গোলে। এবার তাদের সিনিয়র দলের সঙ্গে বাংলাদেশের জুনিয়র দলকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে সেটা আগেই আঁচ করতে পারছেন বাটলার।
তবে জয়-পরাজয় নিয়ে তিনি ভাবছেন না, ‘আগেও বলেছি, এখনো বলছি, আমরা জয় নিয়ে ভাবছি না। মেয়েরা অনভিজ্ঞ, এখানকার পারফরম্যান্স দিয়ে তাদের বিচার করা ঠিক হবে না।’
অধিনায়ক আফিদা অবশ্য আশাবাদী, ‘আমরা সবাই একসঙ্গে ছিলাম। একটা নতুন দল আমরা, ভালো করার লক্ষ্য আমাদের।’
Leave a Reply