1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 12:21 pm

ভেড়ামারার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ২ শিক্ষকের অবসরজনিত বিদায় অনুষ্ঠান

  • প্রকাশিত সময় Monday, February 24, 2025
  • 63 বার পড়া হয়েছে

 

ওলি ইসলাম, ভেড়ামারা থেকে ॥ যেতে দিবো নাহি হায়, তবুও চলে যেতে হয়, তবুও চলে যায়। সময়ের আঙিনায় বেজে ওঠে বিদায়ের বাঁশি, রাশি রাশি শব্দ দলবেঁধে পথে নেমে করে বিক্ষোভ, বন্ধ করো এ সুর, বন্ধ করো -এ শুধুই নিয়মের ছলনা, কাজ করে যারা নেই তাদের কোনদিন ছুটি, তাই এখনই বিদায় বলো না কেউ। আবেগঘন এই বিদায়ী সুর বেজে উঠে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার ঐতিহ্যবাহী ও স্বনামধন্য বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ২জন প্রবীণ শিক্ষক মোঃ মিজানুর রহমান ও আখম গোলাম ফারুক’র অবসর জনিত বিদায় লগ্নে। গতকাল সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক সালাউদ্দিন আহমেদ’র সভাপতিত্বে এবং আশরাফুল ইসলাম রিপন’র সঞ্চালনায় এই বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সদ্য বিদায়ী শিক্ষক মিজানুর রহমান গত ০১/০৬/১৯৯৬ সালে বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে গণিতের শিক্ষক হিসেবে যোগদান করেন এবং দীর্ঘ ২৯ বছর সফলতার সাথে চাকরি শেষে গত ০৬-০২-২০২৫ ইংরেজি তারিখে অবসর গ্রহন করেন। তিনি একাধারে ২০১৭ সালে এবং ২০১৯ সালে ৬ মাস ও ১৫ দিন মেয়াদে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। বিদায় লগ্নে তিনি বলেন, আজ থেকে ২৯ বছর পূর্বে তৎকালীন প্রধান শিক্ষক ছফের উদ্দিন এবং আব্দুল গনি স্যারের হাত ধরে আমার শিক্ষকতা শুরু। তাদের উৎসাহে উৎসাহিত হয়ে এত বছর সুনামের সঙ্গে শিক্ষকতা করেছি ,শেষ সময়ে আমার চাওয়া বর্তমান ছাত্র ও শিক্ষকের মধ্যেও যেন এমন সুসম্পর্ক বজায় থাকে। সদ্য বিদায়ী শিক্ষক গোলাম ফারুক ১৯৯০ সালে চাকুরীতে যোগদান করেন এবং ২২.০২,২০২৫ সালে অবসর গ্রহণ করেন। তিনি একটানা ৩০ বছর অত্র বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। শিক্ষকতার পাশাপাশি ব্যক্তি জীবনে বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক কাজেও বেশ সুখ্যাতি রয়েছে।
তিনি বলেন, আমি এই বিদ্যালয়ের ছাত্র। ছাত্র জীবন শেষ করে এই বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে ১৯৯০ সালে যোগদান করি। এই বিদ্যালয় আমার পরিবারের মত। এ বিদ্যালয়ে আমার পিতা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। আমার বোন এই বিদ্যালয়ের একজন শিক্ষিকা। আমার ছেলেও এই বিদ্যালয়ই কর্মরত। সেই হিসেবে এই বিদ্যালয়কে আমি আমার পরিবার মনে করি। আমি আমার সর্বোচ্চ দিয়ে এই বিদ্যালয়ের ভালো কিছু করার চেষ্টা করেছি। কতটুকু করতে পেরেছি জানিনা। এই বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরাই সেটা বলবে আমি তাদের কতটুকু দিতে পেরেছি। শিক্ষকদের বিদায় বলতে কোন শব্দ নেই। আমি এখান থেকে বিদায় নিয়ে চলে গেলেও সবাই আমাকে শিক্ষক হিসেবেই সম্মান করবে এটাই আমার প্রাপ্তি। বিদায় অনুষ্ঠানে শিক্ষকদের স্মরণে বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি মোঃ মাহফুজুর রহমান, মোঃ আব্দুল মমিন, মোঃ আগা ইউসুফ রুমেল, আহমেদ লোকমান রেজা স্বপন, পপি ডলরীচ আইরিন ও বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীগন। বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা পুরস্কার এবং বিদায় শেষে উভয় শিক্ষককে ঘোড়ার গাড়িতে করে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640