পশ্চিম মজমপুর উদিবাড়ী আবাসিক এলাকায়
কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের মজমপুর আবাসিক এলাকার ওপর দিয়ে বেসরকারি বিদ্যুৎ বিতরণ কোম্পানি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) কর্তৃক উচ্চ ক্ষমতা সম্পূর্ণ ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপন বন্ধের দাবী ও এলাকাবাসীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ওই এলাকার বসবাসকারী কয়েকশত মানুষ। গতকাল রবিবার (২৩ ফেব্র“য়ারি) সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন ওই এলাকার বাসিন্দা । কুষ্টিয়াশহরের শহরের মজমপুরের ১৮ নম্বর ওয়ার্ডের আলফা মোড়ে আবাসিক এলাকায় মজমপুর সাব-স্টেশন থেকে খাজানগর সাব-স্টেশন পর্যন্ত ৩৩ কেভি অভ্যান্তরিন সংযোগের জন্য বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মান কাজ চলমান রয়েছে। ওই এলাকা ঘনবসতিপূর্ণ হওয়ার কারণে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে স্থানীয় বাসিন্দারা। বিদ্যুৎ সঞ্চালন নীতিমালা অনুসরণ না করেই পৌরসভার আবাসিক এলাকার মধ্যে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) এই কাজটি শুরু করে। উচ্চ ক্ষমতা সম্পূর্ণ ৩৩ কেভি এ লাইনে ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে স্থানীয়রা পৌরসভাসহ ওজোপাডিকো’র কাছে আবেদন করেও কোন সুরাহা হয়নি। পরবর্তীতে ওজোপাডিকো’র বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কাছে কুষ্টিয়া পৌরসভা একাধিকবার নোটিশ পাঠায়। সর্বশেষ কুষ্টিয়া পৌরসভা ২০২৪/৩৮২৮ স্মারকে ২০২৪ সালের ৩ জুলাই একটি চিঠি প্রেরণ করা হয়। ওই চিঠিটি কুষ্টিয়া জেলা প্রশাসকসহ মোট পাঁচটি দপ্তরে অনুলিপি প্রেরণ করে পৌরসভা কর্তৃপক্ষ। এরপরও বহাল তবিয়তে কাছে চালিয়ে যাচ্ছে ওজোপাডিকো’র ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২২ সালে ৩৩ কেভির উচ্চ ক্ষমতা সম্পূর্ণ বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণের কাজ পায় গ্রিন পাওয়ার এন্ড ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স । ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলী এবং ঠিকাদারী প্রতিষ্ঠানের যোগসাজশে ঝুঁকিপূর্ণ এই লাইন সংযোগের কাজটি চালিয়ে যায়। সর্বশেষ ক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ করলে কুষ্টিয়ার সদর উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে উপস্থিতিতে ক্ষুব্ধ আন্দোলনকারী কাজটি বন্ধ করে দেয়। পরবর্তীতে ঠিকাদারি প্রতিষ্ঠান নতুন করে ওই এলাকায় আবারও বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপনের কাজ চালুর চেষ্টার খবরে পেয়ে রবিবার সকালে স্থায়ীভাবে কাজ বন্ধ এবং এলাকাবাসীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেয় স্থানীয় ৫ শতাধিক সাধারণ মানুষ। মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা জানান, আবাসিক এলাকায় উচ্চ ক্ষমতা সম্পূর্ণ বিদ্যুতের লাইন অন্যত্র সরিয়ে নেওয়ার আহবান জানান। মানববন্ধন শেষে এলাকাবাসী কুষ্টিয়া জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। এ বিষয়ে ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।
Leave a Reply