বিধবা ভাতা বাণিজ্যের অভিযোগ
কুমারখালী প্রতিনিধি ॥ সাংগঠনিক শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড ও জুলাই স্পিরিটের পরিপন্থী কার্যক্রমে লিপ্ত হওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুষ্টিয়ার কুমারখালী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়কের পদ হতে মোঃ রিপন হোসেন কে বহিষ্কার করা হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা কমিটির আহবায়ক মো. হাসিবুর রহমান ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিস্কার করা হয়। পাশাপাশি উপজেলার সকল সহযোদ্ধাদের প্রতি শৃঙ্খলা ও স্পিরিট পরিপন্থী কাজে লিপ্ত না হওয়ার জন্য সতর্ক করা হয়েছে বিজ্ঞপ্তিতে। তবে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বহিস্কারের নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা নেই।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি কুমারখালী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ রিপন হোসেনের বিরুদ্ধে বিধবা ভাতা বাণিজ্যসহ বেশ কয়েকটি অনিয়মের অভিযোগ উঠেছে। সেগুলো যাচাই বাছাই করে তাকে বহিষ্কার করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন সদ্য বহিস্কৃত যুগ্ম আহবায়ক রিপন হোসেন। তিনি বলেন, মনগড়া অভিযোগের ভিত্তিতে ষড়যন্ত্রমূলক ভাবে আমাকে বহিষ্কার করা হয়েছে। আমি তথ্য – প্রমাণের ভিত্তিতে পুনরায় তদন্তের দাবি জানায়।
এ তথ্য নিশ্চিত করে বিকেল তিনটা ৪১ মিনিটে ফোনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি, কুষ্টিয়া শাখার সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান বলেন, বিধবা ভাতার জন্য টাকা দাবির অভিযোগে রিপনকে বহিস্কার করা হয়েছে। আমরা ছোট খাটু ইস্যুবা কোনো অপরাধ ছাড় দিচ্ছিনা।
Leave a Reply