জুলাই-বিপ্লবের চেতনায় বিশ^াসী হয়ে কুষ্টিয়ার রেডিডেন্সিয়াল মডেল স্কুল এগিয়ে যাবে নতুন উদ্যোমে, নতুন ধারায় ঃ যুগ্ম সচিব গিয়াস উদ্দিন
কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া রেসিডেন্সিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২ ফেব্রুয়ারী শনিবার সকালে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রেসিডেন্সিয়াল স্কুলের প্রধান শিক্ষক ফারজানা আক্তারের সভাপতিতে অনুষ্ঠানের উদ্ধোধকের বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের যুন্ম সচিব মো: গিয়াস উদ্দিন বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষাঙ্গনে ক্রীড়া চর্চ্চা অব্যাহত থাকলে ছাত্র-ছাত্রীদের অন্য সামাজিক অনাচার থেকে দুরে রাখা সম্ভব। তিনি বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠান তখনই স্বার্থক হয় যখন তার প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লেখাপড়ার সাথে সাংস্কৃতিক, ক্রীড়া চর্চ্চায়ও গুরুত্বপুর্ণ ভুমিকা রেখে চলেছে। তিনি বলেন, আমি আশাবাদি জুলাই-বিপ্লবের চেতনায় বিশ^াসী হয়ে কুষ্টিয়ার রেডিডেন্সিয়াল মডেল স্কুল এগিয়ে যাবে নতুন উদ্যোমে, নতুন ধারায় এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোল্লা মোঃ রুহুল আমীন। অনুষ্ঠানে উদ্ধোধক মো: গিয়াস উদ্দিন আরও বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাস্কৃতিক অনুষ্ঠানের উপর জোর দিতে হবে। প্রতিমাসে শিক্ষকদের লেখাপড়ার অগ্রগতি ও অবনতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করা জন্য শিক্ষকদের অনুরোধ করেন তিনি। আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালা পর্ষদের সম্মানিত সদস্য ইমতিয়াজ সুলতান, সাহাবুদ্দিন শেখ, সাইফুল ইসলাম ও ইমন আলীসহ আরও অনেকে।
Leave a Reply