1. nannunews7@gmail.com : admin :
April 29, 2025, 6:52 am
শিরোনাম :
নারায়ণগঞ্জ আদালতে আনিসুল হককে চড়-থাপ্পড় রোহিঙ্গাদের জন্য সাড়ে তিন মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান হাসিনাকে ‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না চুয়াডাঙ্গায় সন্ধ্যারাতে বাড়িতে ঢুকে স্কুল শিক্ষিকাকে মারধর করে সোনার চেইন লুট আলমডাঙ্গায় ফরিদপুর বাজারে জামায়াতে ইসলামীর উদ্যোগে সহযোগী সদস্য সংগ্রহে ক্যাম্পেইন অনুষ্ঠিত আলমডাঙ্গায় “শিক্ষার মানোন্নয়ন এবং উত্তম চর্চা ” বিষয়ক মা সমাবেশ অনুষ্ঠিত দৌলতপুরে চাচীকে কুপিয়ে হত্যা ধুবইল ইউনিয়ন বিএনপি’র সম্মেলনে অধ্যাপক শহীদুল ইসলাম বাংলাদেশে প্রথম খাল খনন কার্যক্রম হাতে নেন জিয়াউর রহমান মিরপুরে পদ্মায় বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ স্কুল ছাত্র রিজার্ভ বেড়ে ২৬ দশমিক ৭৮ বিলিয়ন ডলার

একই এলাকায় ৫ চরমপন্থী নেতাকে হত্যা করেছিলো জাসদ গণবাহিনীর কালু

  • প্রকাশিত সময় Saturday, February 22, 2025
  • 68 বার পড়া হয়েছে

তিনজনকে গুলি করে হত্যা

বিশেষ প্রতিবেদক ॥ ॥ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর ত্রিবেণী শ্মশান খাল এলাকায় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা হানিফ আলীসহ তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে ২০০৩ সালের ৪ ডিসেম্বর একই এলাকায় দ্বন্দের জেরে পাঁচ চরমপন্থী নেতাকে গুলি ও গলা কেটে হত্যা করে চরমপন্থী নেতা কালু। শুক্রবার হত্যার বিষয়ে চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর নেতা কালু দায় স্বীকার করে গণমাধ্যমকর্মীদের হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়েছেন। চরমপন্থী নেতা কালু পরিচয় দিয়ে পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, কুষ্টিয়া, যশোর, খুলনাবাসীর উদ্দেশে জানানো যাচ্ছে, পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি নামধারী কুখ্যাত ডাকাত বাহিনীর শীর্ষ নেতা অসংখ্য খুন, গুম, দখলদারি, ডাকাতি, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হরিণাকুণ্ডু নিবাসী হানিফ তাঁর দুই সহযোগীসহ জাসদ গণবাহিনীর সদস্যদের হাতে নিহত হয়েছেন। এই অঞ্চলের হানিফের সহযোগীদের শুধরে যাওয়ার নির্দেশ দেওয়া হলো, অন্যথায় আপনাদের একই পরিণতির মুখোমুখি হতে হবে।’জানা গেছে, একই এলাকায় ২০০৩ সালের ৪ ডিসেম্বর দ্বন্দ্বের জেরে পাঁচ চরমপন্থী নেতাকে গুলি ও গলা কেটে হত্যা করেন চরমপন্থী নেতা কালু। তাঁরা হলেন ঝিনাইদহ জেলার শৈলকুপার শেখপাড়া গ্রামের শহিদ খাঁ, ত্রিবেণী গ্রামের নেওয়াজ শাহ, ফারুক, নুর খান ও কুষ্টিয়ার ভবানীপুর এলাকার শরিফুল ওরফে কটা। ওই মামলায় গত বছরের ২৯ অক্টোবর তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ঝিনাইদহ জজ আদালত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে পুরাতন স্টাইলে নতুন করে চরমপন্থী সংগঠনের জানান দেওয়াটা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। বর্তমানে কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোরসহ বেশ কয়েকটি জেলায় আতঙ্কের নাম হয়ে উঠেছে এই কালু।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সবচেয়ে অশান্ত ও চরমপন্থী সন্ত্রাসীদের জনপদ হিসেবে পরিচিত ছিল কুষ্টিয়া জেলা। চরমপন্থী সংগঠনের মধ্যে বিপ্লবী কমিউনিস্ট পার্টি (এমএল), পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (লাল পতাকা), জাসদ গণবাহিনী ও শ্রমজীবী মুক্তি আন্দোলন ছিল উল্লেখ্যযোগ্য। ২০০৪ সালের পরে র‌্যাব ও পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চরমপন্থী সংগঠনের অনেক শীর্ষ নেতা নিহত হন। তখন জীবন বাঁচাতে বেশির ভাগ চরমপন্থী সংগঠনের নেতারা ভারতে পালিয়ে যান।
সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ জানুয়ারি কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়ায় জেটি ইন্টারন্যাশনাল (জাপান টোব্যাকো) বাংলাদেশ লিমিটেডের মূল গেটের সামনে বোমা ও গুলি ছুড়ে দুর্বৃত্তরা। ২ ফেব্রুয়ারি কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড অফিস লক্ষ্য করে গুলি ছুড়ে চলে যায় দুর্বৃত্তরা। ১৮ ফেব্রুয়ারি কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের মীর মোশাররফ হোসেন সেতুর নিচে বালু ঘাটে ম্যানেজারকে পায়ে গুলি করে ফিল্মি স্টাইলে টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং খোকসার জিলাপীতলা ঘাটে আধিপত্য নিতে প্রায় ৪০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পরবর্তীকালে পানি উন্নয়ন বোর্ড ও বালুর ঘাটের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। সূত্রের দাবি, প্রত্যেকটি ঘটনা চরমপন্থী নেতা কালুর নির্দেশেই ঘটেছে। তিনি জানান দিতে চান, সব জায়গায় জাসদ গণবাহিনীর লোক ছড়িয়ে আছে। ঝিনাইদহের শৈলকুপার রামচন্দ্রপুর ত্রিবেণী শ্মশান খাল এলাকায় ২০০৩ সালের ৪ ডিসেম্বর ৫ চরমপন্থী নেতাকে গুলি ও গলা কেটে হত্যা করা হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640