ঝুঁকিতে কয়েক হাজার মানুষ
কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া শহরের শহরের মজমপুরের ১৮ নং ওয়ার্ডে আলফা মোড় ও উদিবাড়ী হয়ে আবাসিক এলাকায় মজমপুর সাব-স্টেশন হতে খাজানগর সাব-স্টেশন পর্যন্ত ৩৩ কেভি অভ্যান্তরিন সংযোগ এর জন্য লাইন নির্মান চলমান রয়েছে। ঘনবসতি এলাকায় হওয়ার কারণে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে স্থানীয়রা। নিয়মিত না মেনে পৌরসভার আবাসিক অঞ্চলের মধ্যেই ওয়েস্টার্ণ জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ( ওজোপাডিকো) এই কাজটি শুরু করে। হাইভোল্টেজ এ লাইনে ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে স্থানীয়রা পৌরসভাসহ ওজোপাডিকো’র কাছে আবেদন করেও লাভ হয়নি। পরবর্তীতে ওজোপাডিকো’র বিক্রয় ও বিতরণ বিভাগ-০১ এর নির্বাহী প্রকৌশলীর কাছে কুষ্টিয়া পৌরসভা একাধিকবার নোটিশ পাঠায়। সবশেষ কুষ্টিয়া পৌরসভার ২০২৪/৩৮২৮ স্মারকে ২০২৪ সালের ৩ জুলাই একটি চিঠি প্রেরণ করা হয়। ওই চিঠিটি কুষ্টিয়া জেলা প্রশাসকসহ মোট পাঁচটি দপ্তরে অনলিপি পাঠায় পৌরসভা কর্তৃপক্ষ। এরপর বহাল তবিয়তে কাজ চালিয়ে যায় ওজোপাডিকো’র ঠিকাদারি প্রতিষ্ঠান। ৩ কেভির হাইভোল্টেজ লাইন নির্মাণের কাজ ২০২২ সালে গ্রীড পাওয়ার এন্ড ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স । ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলী এবং ঠিকাদারী প্রতিষ্ঠানের যোগসাজশে ঝুঁকিপূর্ণ এই লাইন সংযোগের কাজটি চালিয়ে যায়। সর্বশেষ চলতি ১২ তারিখে ক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ করতে থাকেন একপর্যায়ে কুষ্টিয়ার সদর উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতিম শীল সহ সংযোগকারীরা ঘটনাস্থলে উপস্থিত হলে উত্তেজিত জনগণ কাজটি বন্ধ করে দেয়। স্থানীয়রা জানান, একটি বিশ্বস্ত ঠিকাদারী প্রতিষ্ঠান দিয়ে তৎকালীন সময়ে আমাদেরকে ভয় ভীতি দেখানো হত। এরপরও আমরা হাই ভোল্টেজের বিদ্যুতের এই লাইনের কাজটি অন্যত্র অপসারণ করার কথা জানায়। কিন্তু তাতে কোন লাভ হয়নি। বিদায় নেওয়ার পরে ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলীকে ম্যানেজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান বহাল তবিয়ত কাজটি করতে যায়। এলাকাবাসীর কথা চিন্তা করে আমাদের প্রাণের কথা চিন্তা করে কাজটি বন্ধ করে দিয়েছি। তারা আরো জানান, হাই ভোল্টেজের এই লাইন থাকলে এলাকায় যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। আবাসিক এলাকায় এই লাইন নিয়ে যাওয়ার নিয়ম না থাকলেও ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলী ক্ষমতা দাপট দেখিয়ে ৩৩ কেবির কাজটি চালিয়ে যায়। আমরা দ্রুত জীবননাশকারী এ হাই ভোল্টেজ লাইন অপসারণ ও দাবি জানাচ্ছি। এ বিষয়ে ওজোপাডিকো’র নির্বাহীদের সাথে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
Leave a Reply