কুষ্টিয়ায় গণ সমাবেশে আল্লামা মামুনুল হক
কাগজ প্রতিবেদক ॥ আওয়ামীলীগ সভা নেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে বিশাল ঐতিহ্যবাহী আওয়ামী লীগকে ধ্বং’স করে দিয়ে গেছে।’ আজ বিকেলে কুষ্টিয়া হাইস্কুল মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত কুষ্টিয়ার গণ সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এসব কথা বলেছেন।
তিনি বলেন, ১৯৯০ সালে স্বৈরাচার এরশাদ ক্ষমতা থেকে বিদায় হয়েছেন। ১৯৯৬-২০০১ সালে বেগম খালেদা জিয়া ক্ষমতা থেকে বিদায় নিয়েছেন। তারা সকলে ক্ষমতা ছেড়ে জীবন্ত জেলে গেছেন। মৃত্্যর প্রহর গুনেছেন, কিš‘ দেশ ও দলের নেতা কর্মিদের ছেড়ে পালিয়ে যাননি। আজ শেখ হাসিনা দেশ ছেড়ে নেতা-কর্মিদের ছেড়ে পালানোয় নেতা কর্মিদের এমন অব¯’ার সৃষ্টি হয়েছে। অতএব এই ফ্যাসিষ্ট আওয়ামীলীগ যেন কোনদিন ক্ষমতায় আসতে না পারে সে জন্য সর্বাত্বক প্রচেষ্ঠা অব্যাহত থাকবে।
Leave a Reply