ওলি ইসলাম, ভেড়ামারা থেকে ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় মর্মান্তিক সড়ক দূঘটনায় মসজিদের ইমাম হাফেজ আহমেদ শরীফ (২৮) এর মৃত্যু হয়েছে। সে ভেড়ামারার ক্ষেমিরদিয়াড় গোরস্থান পাড়া জামে মসজিদের ইমাম এবং উক্ত মক্তবের ধর্মীয় শিক্ষক। গতকাল রবিবার আসর নামাজের আগে বিকাল সাড়ে ৪টার দিকে ক্ষেমিরদিয়াড় সমিতির মোড় সংলগ্ন এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ভেড়ামারার ফারাকপুর গ্রামের ভাড়া বাড়ি থেকে ক্ষেমিরদিয়াড় গোর¯’ানপাড়া জামে মসজিদে ইমামের দায়িত্ব পালনের জন্য প্রতিদিন আসা-যাওয়া করতেন হাফেজ আহমেদ শরীফ। গতকাল রবিবার আসর নামাজ জামায়াতের সাথে পড়ানোর জন্য যা”িছলেন তিনি। মসজিদের আগে একটি মোড়ে পৌছালে পিছন থেকে একটি ঘাতক ড্রাম ট্রাক তাকে চাপা দিলে ঘটনা¯’লেই হাফেজ আহমেদ শরীফ মারা যায়। পরে তাকে ভেড়ামারা উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা দেন। ক্ষেমিরদিয়াড় এলাকার বাসিন্দা এবং গোর¯’ানপাড়া জামে মসজিদের মুসল্লী মিঠু মেকার জানিয়েছেন, কোরআনের হাফেজ আহমেদ শরীফ অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তিনি ৫ ওয়াক্ত নামাজ মসজিদে পড়াতেন এবং বিকালে আসর নামাজ শেষে মসজিদের মক্তবে শিশু বা”চাদের কোরআন পড়াতেন। রবিবার বিকালে আসর নামাজ আদায় করার পূর্বেই ড্রাম ট্রাক তাকে পিষ্ট করে। ভেড়ামারা থানার ওসি শেখ শহীদুল ইসলাম জানিয়েছেন, এই ঘটনায় থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে শুনেছি উভয় পক্ষের মধ্যে মীমাংসা হয়ে গেছে।
Leave a Reply