বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে: ॥ আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু (৫৫)কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাত ৮ টার দিকে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাকৃত আমিরুল ইসলাম মন্টু আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি। আমিরুল ইসলাম মন্টু খাদিমপুর ইউনিয়ন বিএনপির পথযাত্রায় হামলার মামলার আসামী বলে পুলিশ জানিয়েছে। মামলার এজাহারে সূত্রে জানাগেছে, গত ২০২৩ সালের ১১ই ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্র ঘোষিত ইউনিয়ন পদযাত্রার কর্মসুচি থাকায় মহাসিন আলীসহ ৩০/৪০ জন বিএনপি নেতাকর্মি পদযাত্রায় অংশ গ্রহণের জন্য যাচ্ছিলেন। খাদিমপুর ইউনিয়নের পাঁচকমলাপুর গ্রামের হায়দার মোড়ে পৌঁছালে আওয়ামীলীগের উচ্ছৃংখল নেতা-কর্মিরা দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা, মারপিট করে ও ককটেল বিষ্ফোরণ ঘটায়। ৫ টি মোটরসাইকেল কেড়ে নেওয়া হয়। এঘটনায় গত ৯ নভেম্বর রাতে বিএনপি নেতা মহাসিন বাদী হয়ে আলমডাঙ্গা থানায় ৪২ জনের নাম উল্লেখ করে ৫০/৬০ জনের বিরুদ্ধে মারপিট ও বিস্ফোরক আইনে মামলা করে। আলমডাঙ্গা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার মামলা নং-১০, তাং-১০/১১/২০২৪ খ্রিঃ, ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/ ৩০৭/৪২৭/৩৭৯/৫০৬/১১৪/৩৪ ঞযব চবহধষ ঈড়ফব, ১৮৬০; তৎসহ ৩/৪/৬ ঞযব ঊীঢ়ষড়ংরাব ঝঁনংঃধহপবং অপঃ, ১৯০৮; তদন্তে প্রাপ্ত আসামী- বেলগাছি ইউনিয়নের বেলগাছি গ্রামের মৃত কোরবান আলী বিশ্বাস ছেলে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বেলগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, আমিরুল ইসলাম মন্টুকে রাজনৈতিক মামলায় এবং অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের পথযাত্রায় হামলার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply