1. nannunews7@gmail.com : admin :
April 24, 2025, 6:09 pm

ক্যান্সার আক্রান্ত মায়ের জীবন বাঁচাতে ইবি শিক্ষার্থীর আকুতি

  • প্রকাশিত সময় Saturday, February 15, 2025
  • 29 বার পড়া হয়েছে

ইবি প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী নাহিন হোসেন তাঁর স্তন ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য সমাজের সকল স্তরের মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। নাহিন জানান, তাঁর মায়ের চিকিৎসার জন্য প্রায় ১২ লাখ টাকা প্রয়োজন, যা তাঁর পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। নাহিন হোসেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সম্প্রতি তাঁর মায়ের স্তনে দুটি টিউমার ধরা পড়েছে। চিকিৎসকদের মতে, সময়মতো অপারেশন ও কেমোথেরাপি করানো সম্ভব হলে তিনি সম্পূর্ণ সু¯’ হয়ে উঠতে পারেন। তবে চিকিৎসার বিপুল ব্যয়ভার বহন করা নাহিনের পরিবারের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তাই তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। নাহিন বলেন, “আপনারা যার যার জায়গা থেকে একটু সাহায্যের হাত বাড়ালে হয়তো আমার মা নতুন করে বাঁচার সুযোগ পাবেন। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন।”
সহযোগিতার উপায়: বিকাশ/নগদ/রকেট (পার্সোনাল/সেন্ড মানি): ০১৩০১২৯৫১৮৯ (সাব্বির); ব্যাংক অ্যাকাউন্ট: অ্যাকাউন্ট নম্বর: ২০৫০৬৫৯৬৭০০০২৩০০৫
হোল্ডার: ঝযবরশয ঘধযরধহ গধযসঁফ জরশু
ব্যাংক: ওংষধসর ইধহশ ইধহমষধফবংয চখঈ
রাউটিং নম্বর: ১২৫৪৪০৬৪০
শাখা: শেখপাড়া বাজার, ঝিনাইদহ ব্রাঞ্চ সরাসরি যোগাযোগ:
০১৬১০২৮২৩৫৯ (নাহিন)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640