শহর প্রতিনিধি ॥ মসজিদে মসজিদে অলোচনাসভা মাহফিল নফল নামাজ আদায়, জিকির আসকার ইবাদত বন্দেগির মধ্যদিয়ে কুষ্টিয়ায় পূণ্যময় রজনী শবে বরাত পালিত হয়েছে। লাইলাতুল অর্থ রাত আর বরাত অর্থ ভাগ্য মোদ্দা কথা ভাগ্যর রাত। তাই পূণ্যময় এ রাতে মহান সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে হাত তুলেছিলেন সৃষ্টির শ্রেষ্ট মানব মুহাম্মাদ সাঃ। তাই তার উম্মতরা পবিত্র রমযানের পূর্ব মূহর্তে শাবান মাসের ১৪ তারিখের এ রাতে সাধ্য অনুযায়ী ইবাদত বন্দেগি করেন এবং মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন। কুষ্টিয়াতে বিভিন্ন মসজিদ, প্রাতিষ্ঠানিক ও ব্যাক্তিগত উগ্যেগে এ রাতের গুরুত্বের উপর আলোচনাসভা দোয়া মাহফিল ও ওয়াজ মারহফিল অনুষ্ঠিত হয়। রাতভর মুসল্লিরা ইবাদত বন্দেগিতে মসগুল থাকেন। যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের স্মরণে কবর জিয়ারত দোয়া দুরুদ পাঠ করতে এ রাতে সবচেয়ে লোক সমাগম ঘটে গোরস্থান ও কবরস্থানগুলো। বাদ যায়নি কুষ্টিয়ায় গোরস্থান ও কবরস্থানগুলো। বাদ এশা কুষ্টিয়া মডেল থানা জামে মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পবিত্র শবেবরাতের তাৎপর্য উল্লেখ করে মসজিদের ঈমাম মুফতি নাজিমুদ্দিন বয়ান করেন। এ সময় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক রফিক সরকারসহ মুসুল্লীরা উপস্থিত ছিলেন। কুষ্টিয়ার কেন্দ্রিয় পৌর গোরস্থানসহ অনান্য গোরস্থান গুলো ছিলো লোকে লোকারণ্য। অনেক ধর্মপ্রাণ মুসলমান মঙ্গলবার শবে বরাতের ফজিলতপূর্ণ রোজা রাখেন। কুষ্টিয়া জেলা ও শহরের মসজিদ এবং প্রাতিষ্ঠানিক ভাবে পবিত্র শবে বরাতের ফজিলত সম্পর্কে আলোচনাসভা, ওয়াজ মাহফিল, দোয়া মাহফিল, মিলাদ মাহফিল ও দুরদ পাঠ করা হয়।
Leave a Reply