দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে
৩ দিন ব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার আনুষ্ঠানিক মঙ্গলবার দুপুরে উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়ার উপ-পরিচালক কৃষি বিদ সুফি মো: রফিকুজ্জামান এ উপলক্ষে ব্যানার সহ একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা বাজার প্রদক্ষিণ করে কৃষি অফিস চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: ফয়সাল আহাম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপ-পরিচালক কৃষি বিদ সুফি মো: রফিকুজ্জামান অনুষ্ঠানে বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: নুরুল ইসলাম,সাংবাদিক মো: সাইফুল ইসলাম শাহীন,বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান মো: আকবর আলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি মো: রকিবুল ইসলাম রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলী আহাম্মেদ। আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন মো: ফজলুর রহমান, আব্দুল হালিম। ৩ দিন ব্যাপী এ মেলায় ১৪ টি স্টলে বিপুল কৃষিজাত পণ্য সহ বিভিন্ন ফলের সমারোহ ঘটে।
Leave a Reply