1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 10:38 am

কুমারখালীতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

  • প্রকাশিত সময় Monday, February 10, 2025
  • 38 বার পড়া হয়েছে

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে ফাঁকা গুলি ছুড়ে এবং আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল লুটে নিয়েছে দুর্বৃত্তরা। রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের জিলাপীতলা বালুরঘাটে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, তিনটি মোটরসাইকেলে আগ্নেয়াস্ত্র শর্টগানসহ ৮-১০ জন এসে দশ মিনিটের মধ্যে অন্তত ১৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে প্রায় দেড় লাখ নগদ টাকা ও পাঁচটি মোবাইল ফোন নিয়ে গেছে। এতে আতঙ্কিত এলাকার মান্ষু। এলাকাবাসী জানায়, রাত সাড়ে ৯টার দিকে গড়াই নদীর ধার দিয়ে তিনটে মোটরসাইকেল অন্তত ৮-১০ জন ডাকাত অস্ত্রসহ আসে। তারা অস্ত্রের মুখে জিম্মি করে প্রথমে বালুরঘাটে ৫ থেকে ৬ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ড্রয়ার থেকে প্রায় এক লাখ টাকা এবং পাঁচটি মোবাইল ফোন লুটে নেয়। পরবর্তীতে দোকান বন্ধু করে বালুরঘাট এলাকা দিয়ে বাড়িতে ফেরার পথে ডাকাত দলের কপলে পড়েন ওষুধ ব্যবসায়ী তরুণ কাজী (৩০)। তিনি ওই এলাকার শহীদ কাজীর ছেলে। তার কাছ থেকে ৩০ হাজার ৭০০ টাকা লুটে নেয় ডাকাতরা। তারপর জিলাপীতলা মোড়ে আরো ৭ থেকে ৮ রাউন্ড গুলি ছুড়তে ছুড়তে মহাসড়ক দিয়ে দ্রুত কুমারখালী শহরের দিকে চলে যায় ডাকাতরা। সোমবার দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, কুষ্টিয়া- রাজবাড়ী আঞ্চলিক মহাসকড় ঘেঁসে জিলাপীতলা মোড়। জিলাপীতলা মোড়-গড়াই নদীর বালুরঘাট পর্যন্ত প্রায় ৫০০ মিটার কাঁচা সড়কের দুইপাশে কয়েক’শ বাড়ি। ড্রাম ট্রাকসহ বিভিন্ন যানবাহনে করে নদী থেকে ইজারাকৃত বালু নেওয়া হচ্ছে বিভিন্ন স্থানে। ইজারাদারের ঘরের দেওয়ালে দেখা যায় গুলির চিহৃ। এ সময় জিলাপীতলা মোড়ের মুদি দোকানী আব্দুল জলিল বলেন, মোটরসাইকেলে কিছু লোক প্রথমে বালুরঘাটে ৫ থেকে ৬ রাউন্ড গুলি করে। এরপর জিলাপীতলা মোড়ে আরো ৭ থেকে ৮টা গুলি করতে করতে কুষ্টিয়ার দিকে চলে যায়। গুলির শব্দে এখন আতঙ্কিত মানুষ। প্রায় দুই কোটি ১০ লাখ টাকায় পাউবো থেকে জিলাপীতলা বালুরঘাট ইজারা নেওয়া হয়েছে বলে জানান ঘাটের ব্যবস্থাপক এনামুল হোসেন। তিনি বলেন, রাত সাড়ে ৯টার দিকে তিনটি মোটরসাইকেলে ৯ জন অজ্ঞাত ব্যক্তি বালুরঘাটে আসে। তাদের মাথায় হেলমেট পড়া এবং হাতে শর্টগান ছিল। সেসময় তারা অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে এবং ড্রয়ারে থাকা প্রায় ৯০ হাজার থেকে এক লাখ টাকা নিয়ে দ্রুত চলে যায়। যাওয়ার সময় ডাকাতরা পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। তরুণ কাজীর মা পারুল খাতুন বলেন, ছেলে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল। পথে ডাকাতরা অস্ত্র ধরে পথ অবরোধ করে এবং পকেটে থাকা ৩০ হাজার ৭০০ টাকা নিয়ে যায় ডাকাতরা। আমরা রাতেই থানায় বিষয়টি জানিয়েছি। নাম প্রকাশে অনিচ্ছুক গড়াই নদীপাড়ের বাসিন্দারা বলেন, প্রথমবারের মতো এলাকায় গুলি ও ডাকাতির ঘটনা ঘটেছে। আতঙ্কে কেউ রাতে ঘুমায়নি। পুলিশের নজরদারি বাড়নোর দাবি জানান তারা। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে বলে জানান কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ। তিনি বলেন, ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আসামিদের ধরতে কাজ করছে পুলিশ

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640