হাসান ইমাম ডালিম, মিরপুর থেকে ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলা ভূমি অফিসে নামজারির কাজ করানো হচ্ছে অফিস সহকারী সালমার পরিবর্তে ভূমি অটোমেশন প্রকল্প হতে সম্পূর্ণ অস্থায়ী নিয়োগপ্রাপ্ত কম্পিউটার অপারেটর হুমায়ন কে দিয়ে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, জানা যায়, ভুমি অফিসে নামজারী, নাম পত্তন, নাম খরিজ এ সব বিষয়ে দুর্নীতি বন্ধ করতে স্ব স্ব ভুমি অফিসের ভুমি কর্মকর্তার নামে স্ব স্ব মন্ত্রণালয় থেকে আইডি খোলায় হয়। তার ইউজার নেম এবং পাসওয়ার্ড তিনিই সংরক্ষণ করেন। এ ক্ষেত্রে শুধু মাত্র তার বিশ^স্ত এমন ব্যক্তি ব্যতিত কাউকে ওই পাসওয়ার্ড, ইউজার নেম দেয়া দাপ্তরিক বিধি নিষেধ রয়েছে। কিন্তু সে বিষয়টি মানছেন না মিরপুর উপজেলা ভুমি অফিস এমন খবরই পাওয়া গেছে। অপরদিকে আত্মসম্মানে আঘাত লাগায় নাজিরের দ্বায়ীতে থাকা জাহিদুল সেচ্ছায় চাকুরী থেকে অবসর নিয়েছেন বলে জানিয়েছেন বর্তমান অফিস সহকারী (মিউটেশন) সালমা খাতুন।
ভুমি অফিসে নাম জারঅপরদিকে নিজের আত্মসম্মানে আঘাত লাগায় নাজিরের দ্বায়ীতে থাকা জাহিদুল ইসলাম সেচ্ছায় চাকুরী থেকে অবসর নিয়েছেন বলে জানিয়েছেন বর্তমান অফিস সহকারী (মিউটেশন) সালমা খাতুন। তিনি বলেন,“অফিস সহকারী তো হুমায়ন না,আমি অফিস সহকারী,এটা তো ঠিক না,স্যার তার নামে আইডি খুলে দিল কেন,উনি তো ট্যামপুয়ারি লোক,ও তো আমাদের মত স্থায়ী লোক না,আমাকে কাজ করতে দিচ্ছে না, এ স্যার আসার পর এতা করছে,স্যার এখন কিভাবে কি করছে বলতে পারছি না,আমরা স্থায়ী লোক হয়েও,আমাদের কোন দাম নেই এখানে আমার এক স্টাফ ছিল নাজির পদে, উনি তো অবসরই নিয়ে নিলো ,যে যেখানে আমাদের কোন দাম নেই মূল্যায়ন নেই,আমিও এ রকমই অবসর নিবো,কারন যেখানে আমার মূল্য নাই ,তার নামে আইডি হবার কথা না,স্যার তাকে আইডি খুলে না দিতে তো সে কাজ করতে পারতো না,স্যার কে কিছু বলিও না ,যা খুশি করুক। এ বিষয়ে মুঠোফোনে মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল ইসলামের সাথে কথা হলে তার কাছে জানতে চাওয়া হয়, ভূমি অটোমেশন প্রকল্প হতে সম্পূর্ণ অস্থায়ী নিয়োগপ্রাপ্ত কম্পিউটার অপারেটর হুমায়ন এর নামে অফিস সহকারী হিসেবে আইডি খোলার কোন নিয়ম আছে কিনা? তিনি বলেন,তাদের নামে অন্যান্য উপজেলা ভূমি অফিস গুলোতে অফিস সহকারী হিসেবে আইডি খোলা আছে । এখন যে কাজটি পারবে আমি তো তাকে দিয়ে করাবো,এখন সালমা যদি না পারে,তাহলে তো যে কাজটি পারবে, তাকে দিয়েই কাজটি করাবো নাকি? ভূমি অটোমেশন প্রকল্প হতে সম্পূর্ণ অস্থায়ী নিয়োগপ্রাপ্ত কম্পিউটার অপারেটর হুমায়ন তার নিজস্ব দালালদের মাধ্যমে টাকা নিয়ে নামজারির আবেদনের সম্পূর্ণ কাগজপত্র সঠিক না থাকলেও কেস পাস করিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। তার একার দ্বারা এ সবই কাজ করা সম্ভব হয়েছে একজন ইউনিয়ন ভূমি উপ-সহকারীর অতিরিক্ত আইডিও তার কাছে থাকার কারনে। যার নামে এই অতিরিক্ত আইডি দেখা যাচ্ছে তিনি বর্তমানে মিরপুর পৌর ভূমি অফিসে দ্বায়ীত্বে থাকা গোলাম কিবরিয়ার নামে। গোলাম কিবরিয়া বলেন আইডি তো দুইটা হবার প্রশ্নই আসে না,আইডি তো আমাদের হাতে না,আমাদের আইডি আমরা তৈরি করতে পারি না,এ্যাসিল্যান্ড অফিস থেকে আমাদের আইডি খুলে দেয়, এ সম্পর্কে তো আমি কিছু জানিই না। আমলা ইউনিয়ন ভূমি অফিসের আবেদনের তদন্ত প্রতিবেদন প্রেরনের জন্য শুধুমাত্র আইডি দেখা যাওয়ার কথা দ্বায়ীত্ব প্রাপ্ত ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকতা জব্বার সরদারের নামে। কিন্তু সেখানে গোলাম কিবরিয়ার আইডির নাম দেখাচ্ছে বলে সত্যতা স্বীকার করেছেন আমলা ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা জব্বার সরদার,তিনি বলেন,বিষয়টি আমি জানার পরে আমি আমার নিজের আইডিতে প্রবেশ করে দেখি আমার আইডিতে যে কেস আছে,গ্রহিতার আইডি থেকে দেখা যাচ্ছে গোলাম কিবরিয়ার নামের আইডিতে আছে,কে বা কাহারা এই আইডি চালাচ্ছে আমার জানা নাই,তারপর গোলাম কিবরিয়া যেখানে দ্বায়ীত্বে আছে,সেখানে তার আইডিতে প্রবেশ করেও এ কেসগুলো পাওয়া যাচ্ছে না গোলাম কিবরিয়ার নামে অতিরিক্ত আইডি আছে মনে হবার কারনে,আমি তাৎক্ষনিক মিরপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) স্যার কে জানিয়েছি,তিনি এ ব্যাপারে ব্যবস্থা নিবেন বলে আমাকে জানিয়েছেন। বিষয়টি জানাজানি হলে,তিব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার সচেতন নাগরিকগন এবং দ্রুত এর প্রতিকার চেয়েছেন। এ ব্যাপারে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন নেছা জানান, এমনটি হওয়ার কথা নয়। তবে কোন লিখিত অভিযোগ পেলে তদন্ত পুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
Leave a Reply