ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার করেছে ভেড়ামারা থানা পুলিশ। এ সময় ১ টি দেশীয় তৈরী অস্ত্র, ১রাউন্ড চায়না রাইফেলের তাজা গুলি ও ১ রাউন্ড শর্ট গানের তাজা রাবার বুলেট উদ্ধার করা হয়। গতকাল শনিবার (৮ ই ফেব্র“য়ারী) সকাল সাড়ে ৯ টায় উপজেলার কাজিহাটা গোরস্থানপাড়ায় স্থানীয় বাসিন্দা মৃত মান্নানের বাঁশ বাগানের মধ্যে পরিত্যক্ত অবস্থায় এই অস্ত্র ও গুলি উদ্ধার করে থানা পুলিশ।
ভেড়ামারা থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সাড?ে ৯ টায় ভেড়ামারা থানার এস,আই সিমরুল হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের ফোর্স উপজেলার ধরমপুর ইউনিয়নের কাজীহাটা থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। স্থানীয়দের উপস্থিতিতে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ছিল ১ টি দেশীয় তৈরী অস্ত্র, ১রাউন্ড চায়না রাইফেলের তাজা গুলি ও ১ রাউন্ড শর্ট গানের তাজা রাবার বুলেট। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম বলেন, পরিত্যক্ত অবস্থায় ভেড়ামারার কাজীহাটা এলাকা থেকে অস্ত্র-গুলি উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply