দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে ১ মাস ৮ দিন বয়সের এক শিশু চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া গ্রামে বিজয় নামে ওই শিশুটি চুরি হয়। চুরি যাওয়া শিশুটি একই এলাকার বাবু ও সোনিয়া দম্পতির পুত্র সন্তান। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে ঘুমন্ত শিশুটিকে ঘরের বারান্দায় শুইয়ে রেখে মা সোনিয়া গোসল করতে যায়। এসময় প্রতিবেশী রুপে কেউ একজন বাড়িতে প্রবেশ করে শিশুটিকে চুরি করে নিয়ে যায়। পরে শিশুটির পিতা বাবু মাঠ থেকে বাড়ি ফিরে নিজ সন্তানের খোঁজ করলে শিশুটির মা সোনিয়া প্রতিবেশী কেউ একজন নিয়ে গেছে বলে জানায়। পরবর্তীতে বাড়ির আশপাশের প্রতিবেশীদের বাড়িতে খোঁজাখুঁজি করে শিশুটিকে আর পায়নি তারা। পরে শিশুটির সন্ধান না পেয়ে বাবু দৌলতপুর থানায় অভিযোগ দেন। শিশু চুরির বিষয়ে দৌলতপুর থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, শিশু চুরির অভিযোগ পেয়ে আমরা তদন্ত শুরু করেছি। আশা করছি খুব শীঘ্রই শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হবো। তিনি আরো বলেন, শিশুটির পিতার দু’জন স্ত্রী রয়েছে। এটা পারিবারিক সমস্যাও হতে পারে। তবে অপরাধী যেই হোক আমরা তদন্ত করে ব্যব¯’া নিব।
Leave a Reply