এনএনবি : যুক্তরাষ্ট্রের জেলে থাকা দাগী অপরাধী ও অবৈধ অভিবাসীদেরকে নেওয়া, এমনকি যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত যে কোনও দেশের নাগরিককে নিতে রাজি হয়েছে মধ্য আমেরিকার দেশ এল সালভাদর।
এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও এল সালভাদরের মধ্যে একটি চুক্তি হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার এল সালভাদরের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর নজিরবিহীন ও আইনি দিক থেকে বিতর্কিত এই চুক্তির ঘোষণা দিয়েছেন।
সাংবাদিকদের তিনি বলেন, “আমাদের দেশের প্রতি অসাধারণ বন্ধুত্বের হাত বাড়িয়ে এল সালভাদর সবচেয়ে অসাধারণ এবং নজিরবিহীন অভিবাসন চুক্তিতে রাজি হয়েছে, যা বিশ্বের কোথাও হয়নি। এমন বন্ধুত্ব কোনও দেশই কখনও দেখায়নি। যুক্তরাষ্ট্র এতে গভীরভাবে কৃতজ্ঞ।”
তবে সমালোচকরা এবং মানবাধিকার সংগঠনগুলো চুক্তিটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
মার্কো রুবিও মধ্য আমেরিকার বেশ কয়েকটি দেশ সফরের অংশ হিসেবে এল সালভাদর সফর করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির জন্য আঞ্চলিক সমর্থন আদায়ে তিনি এ সফর করছেন।
রুবিও জানান, এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা নিজ দেশের নাগরিকদের গ্রহণ করতে রাজি আছেন।
এছাড়াও, যুক্তরাষ্ট্রে থাকা অন্য কোনও দেশের অবৈধ অভিবাসী এমনকি ল্যাটিন আমেরিকার এমএস-১৩ বা ত্রেন দে আরাগুয়া এর মতো গ্যাংয়ের সদস্যদেরকেও তিনি দেশের কারাগারে রাখতে রাজি। এই দুই গ্যাংয়ে এল সালভাদর এবং ভেনেজুয়েলা থেকেও সদস্য আছে।
রুবিও আর জানান, বুকেলে যুক্তরাষ্ট্রে আটক বিপজ্জনক অপরাধীদেরও নিজ দেশের কারাগারে রাখার প্রস্তাব দিয়েছেন। এমনকি এই অপরাধীরা মার্কিন নাগরিক হলেও তাদেরকে এল সালভাদর নিজেদের কারাগারে রাখবে।
তবে সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্র সরকার এই প্রস্তাব গ্রহণ করবে কি না তা স্পষ্ট নয়। কারণ, এমন পদক্ষেপের আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন আছে। তাছাড়া, ট্রাম্প প্রশাসন বন্দি মার্কিন নাগরিকদের অন্য দেশে নির্বাসিত করার কোনওরকম চেষ্টা করলে তা বড় ধরনের আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলের অভিবাসন আইন ও নাগরিকত্ব তত্ত্ব বিশেষজ্ঞ অধ্যাপক লেটি ভলপ বলেন, “যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, কোনও মার্কিনিকে নির্বাসিত করা পুরোপুরি নিষিদ্ধ, তা তারা কারান্তরীন থাকুক বা না থাকুক।”
Leave a Reply