ক্রীড়া প্রতিবেদক ॥বাংলাদেশের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম এবার ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট টি-টোয়েন্টি ব্লাস্টে খেলার প্রস্তাব পেয়েছেন। ইংলিশ কাউন্টি দল এসেক্স তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে। যদিও এখনো বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে, কারণ সেখানে খেলতে হলে বিসিবির অনাপত্তিপত্র (এনওসি) প্রয়োজন।
শরিফুল নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এমন প্রস্তাব এসেছে। ওরা এনওসির জন্য চিঠি পাঠাবে। সেটি হাতে পেলে বিসিবির কাছে আবেদন করব। এরপরই বিসিবি সিদ্ধান্ত নেবে, দেখা যাক কী হয়।’
আগামী ২৯ মে থেকে শুরু হবে টি-টোয়েন্টি ব্লাস্টের নতুন মৌসুম, যা চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। টুর্নামেন্টে অংশ নেবে ১৬টি দল, যাদের দুটি গ্রুপে ভাগ করা হয়েছে—উত্তর ও দক্ষিণ। এসেক্স খেলবে দক্ষিণ গ্রুপে, যেখানে প্রতিটি দল গ্রুপ পর্বে ১৪টি করে ম্যাচ খেলবে।
চলতি বিপিএলে চিটাগং কিংসের হয়ে খেলছেন শরিফুল। এখন পর্যন্ত ১০ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন তিনি। তবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দলে জায়গা হয়নি তার।
Leave a Reply