এনএনবি : সিরিয়ার উত্তরাঞ্চলে কৃষি শ্রমিকদের বহন করা একটি যানবাহনে গাড়ি বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে।
নিহতদের মধ্যে ১৪ জনই নারী, জানিয়েছেন ঘটনাস্থলে প্রথম ছুটে যাওয়া জরুরি পরিষেবার কর্মীরা।
আলেপ্পোর পূর্বে মানবিজ শহরের উপকণ্ঠে হওয়া এই বিস্ফোরণে আরও ১৫ নারী আহত হয়েছেন, হোয়াইট হেলমেটস নামে পরিচিত সিরিয়ার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে, বলেছে সংস্থাটি।
ডিসেম্বরে দেশটির দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে বিদ্রোহীরা উৎখাত করার পর এখন পর্যন্ত কোনো বোমা হামলায় এটাই সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা।
তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি।
মানবিজে তিনদিনের মধ্যে এ নিয়ে দ্বিতীয় গাড়ি বোমা হামলার ঘটনা ঘটল।
এর আগে শনিবার মানবিজের কেন্দ্রে একটি রাস্তায় বিস্ফোরণে দুই শিশু ও এক নারীসহ ৪ জন নিহত হয়েছিল বলে জানিয়েছিল সিরিয়া সিভিল ডিফেন্স।
আসাদ শাসনের পতনের পর থেকে মানবিজ ও এর আশপাশের এলাকায় তুরস্ক-সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মি (এসএনএ) এবং যুক্তরাষ্ট্র-সমর্থিত কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে তুমুল সংঘর্ষ দেখা যাচ্ছে।
Leave a Reply