এনএনবি : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দক্ষিণ আফ্রিকায় মার্কিন সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছেন। তিনি দাবি করেছেন, দেশটিতে ‘এক শ্রেণির মানুষের সঙ্গে খুব খারাপ আচরণ করা হচ্ছে’। এ ঘটনার তদন্ত না হওয়া পর্যন্ত দক্ষিণ আফ্রিকাকে সবরকম সাহায্য দেওয়া বন্ধের হুমকি দিয়েছেন ট্রাম্প।
তবে ট্রাম্প তার অভিযোগের সপক্ষে কোনও তথ্য-প্রমাণ উপস্থাপন করেননি। রোববার ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, “দক্ষিণ আফ্রিকা নির্দিষ্ট এক শ্রেণির মানুষের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করছে এবং জমি দখল করে নিচ্ছে। ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। সবার চোখের সামনেই তা ঘটছে।”
প্রতিবাদ স্বরূপ তিনি লিখেছেন, “যুক্তরাষ্ট্র এটি সমর্থন করবে না। আমরা পদক্ষেপ নেব। পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমি দক্ষিণ আফ্রিকার জন্য ভবিষ্যতে সব ধরনের তহবিল বন্ধ রাখব।”
বিবিসি জানায়, গত মাসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা একটি বিলে সই করে আইনে পরিণত করেন। এ আইনানুযায়ী, কিছু কিছু ক্ষেত্রে কোনও ক্ষতিপূরণ দেওয়া ছাড়াই জমি দখলের বিধান রয়েছে।
দক্ষিণ আফ্রিকায় জমির মালিকানার বিষয়টি এখনও একটি কন্টকাকীর্ণ বিষয় হয়ে আছে। বেশিরভাগ কৃষিজমির মালিকানাই শ্বেতাঙ্গদের হাতে। দেশটিতে বর্ণবাদের বর্ণবৈষম্য ব্যবস্থা অবসানের ৩০ বছর পরও কৃষি জমির অধিকাংশ সংখ্যালঘু শ্বেতাঙ্গদের হাতে রয়ে গেছে।
ফলে সেখানে ভূমি সংস্কারের মাধ্যমে জমির ন্যায্য বন্টনের দাবি জোরালো হয়েছে এবং এ নিয়ে সরকারও চাপে পড়েছে। এর পরিপ্রেক্ষিতে আইন করে জমি অধিগ্রহণ চালুর ব্যবস্থা নেন প্রেসিডেন্ট রামাফোসা।
ট্রাম্প সরাসরি শ্বেতাঙ্গ শব্দটি উচ্চারণ না করলেও নির্দিষ্ট এক শ্রেণির মানুষের সঙ্গে খারাপ ব্যবহার এবং জমি দখলের কথা বলতে শ্বেতাঙ্গ নির্যাতনের দিকেই অঙ্গুলি নির্দেশ করেছেন। দক্ষিণ আফ্রিকার নতুন আইন শ্বেতাঙ্গদের জন্য বৈষম্যমূলক বলে মনে করেন ট্রাম্প ও তার উপদেষ্টা ইলন মাস্কও।
তবে রামাফোসা বলছেন, দক্ষিণ আফ্রিকার নতুন আইনে সরকার জমি দখল করছে না; বরং এর মাধ্যমে ঐতিহাসিক ভুল শোধরানোর চেষ্টা করছে। বর্ণবাদের আমলে দক্ষিণ আফ্রিকার সংখ্যাগরিষ্ঠ কৃষ্ণাঙ্গদের কাছ থেকে জমি নিয়ে নেওয়া হত। তাদেরকে কেবল কৃষ্ণাঙ্গদের জন্য নির্ধারিত জায়গাতেই বাস করতে বাধ্য করা হত।
কয়েকদশকের সেই শ্বেতাঙ্গ সংখ্যালঘুর শাসনের প্রভাব থেকে দক্ষিণ আফ্রিকাকে মুক্ত করতে সহায়ক পন্থা হিসাবেই করা হয়েছে নতুন আইন। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের এ আইন আরও ভালভাবে বোঝা দরকার বলে সোমবার উল্লেখ করেছে দক্ষিণ কোরিয়া সরকার।
ট্রুথ স্যোশালে ট্রাম্পের বক্তব্যে প্রতিক্রিয়া প্রকাশ করে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট লেখেন, “দক্ষিণ আফ্রিকা সাংবিধানিক গণতন্ত্রের দেশ। এখানে আছে আইনের শাসন, ন্যায়বিচার এবং সমতা। দক্ষিণ আফ্রিকা সরকার কোনও জমি দখল করেনি।”
দক্ষিণ আফ্রিকায় আর্থিক সাহায্য পাঠিয়ে থাকে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বিশ্বব্যাপী এইচআইভি/এইডস মোকাবেলায় ত্রাণের জন্য যুক্তরাষ্ট্রের পেপফার প্রকল্পের মাধ্যমে দক্ষিণ আফ্রিকা তাদের এইডস কর্মসূচির জন্য ১৭ শতাংশ মার্কিন তহবিল পায়।
তাছাড়া, মার্কিন সরকারের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকাকে ৪৪ কোটি ডলার আর্থিক সাহায্য পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
এ বছর দক্ষিণ আফ্রিকা জি-২০ প্রেসিডেন্ট পদে রয়েছে। পরবর্তীতে এ পদে আসীন হবে যুক্তরাষ্ট্র। গত মাসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা বলেছিলেন, ট্রাম্পের সঙ্গে তার দেশের সম্পর্ক নিয়ে চিন্তার কিছু নেই।
ট্রাম্পের জয়ের পরই রামাফোসা তার সঙ্গে কথা বলেছিলেন এবং ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজের জন্য উন্মুখ বলে জানিয়েছিলেন। জানুয়ারিতে ট্রাম্পের সঙ্গে কথা হয়েছে বলেও জানিয়েছিলেন রামাফোসা। এবার ট্রাম্পের হুমকির পর তিনি কী পদক্ষেপ নেন, সেটিই এখন দেখার বিষয়।
Leave a Reply