এনএনবি : যুক্তরাষ্ট্রের ওরেগনের ক্লাটস্কানিতে সংঘটিত এক বন্দুক হামলায় ২ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার দুপুরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে কলম্বিয়া কাউন্টি শেরিফের কার্যালয়।
কলম্বিয়া কাউন্টি পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে ইলমারি রোডে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তারা ২ জনের মরদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে একজন সন্দেহভাজন হামলাকারী বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তবে এ ঘটনায় এখন আর জনসাধারণের জন্য কোনো নিরাপত্তা হুমকি নেই এবং ঘটনাটির তদন্ত চলছে বলে আশ্বস্ত করেছে কলম্বিয়া কাউন্টি পুলিশ।
ওরেগনের আরেক ঘটনায় এক ব্যক্তি নিহত
একই দিনে ওরেগনের আরেকটি ঘটনায় দুই কিশোরকে গ্রেফতার করা হয়েছে। তারা একটি ডাকাতির সময় একজনকে গুলি করে হত্যা করে।
পোর্টল্যান্ডের ফ্রেড মেয়ার গ্রোসারি স্টোরে ঘটনাটি ঘটে। সেখানে ৪৭ বছর বয়সি জনাথন ট্রেন্ট নামে এক নারী তার পার্স ছিনতাইয়ের চেষ্টায় বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ হন।
প্রত্যক্ষদর্শী ৭৩ বছর বয়সি ওয়াহনেতা লগু বলেন, তিনি তার স্বামীর সঙ্গে দোকান থেকে বের হওয়ার সময় ট্রেন্টকে মাটিতে পড়ে থাকতে দেখেন। এ সময় আশপাশের লোকজন দ্রুত তার সাহায্যে এগিয়ে আসে। তবে গুরুতর আহত ট্রেন্টের দেহে কোনো নড়াচড়া লক্ষ্য করা যায়নি।
পুলিশ জানায়, স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে নর্থইস্ট ১০২তম অ্যাভিনিউর কাছে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছে তারা ট্রেন্টকে উদ্ধার করে হাসপাতালে নেন। তবে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
ট্রেন্ট ছিলেন সমধিক প্রতিচিত একজন সাঁতার প্রশিক্ষক। তার মৃত্যু তার পরিবার ও বন্ধুদের জন্য অপরিসীম শূন্যতা তৈরি করেছে। তার স্মরণে এক এড়ঋঁহফগব পেজ খোলা হয়েছে, যেখানে তার পরিবারকে সহায়তা করার জন্য তহবিল সংগ্রহ করা হচ্ছে। সূত্র: মেহের নিউজ
Leave a Reply