কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার সরকারি শিশু পরিবার (বালক) থেকে নির্যাতনের শিকার নিখোঁজ শিশু রায়হান হোসেন রিজভী (১২) কে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া মডেল থানা পুলিশ রিজভীকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে বলে জানা যায়। জানা যায়, গত বছরের ২ নভেম্বর কুষ্টিয়া সরকারি শিশু পরিবার (বালক) এর উপ-তত্ত্বাবধায়ক আসাদুজ্জামান ও সহকারী তত্ত্বাবধায়ক ইলিয়াস হোসেনের নির্যাতনের শিকার হয়ে পালিয়ে যায় সপ্তম শ্রেণির ওই শিক্ষার্থী । এ ঘটনার ৬ দিন পর বিষয়টি জানাজানি হলে সেখানে অবস্থানরত শিশুরা হৈ চৈ শুরু করে। সেসময় ঘটনাস্থলে গণমাধ্যমকর্মীরা উপস্থিত হলে শিশুরা তাদের উপর হওয়া নির্যাতনের বর্ণনা দিতে শুরু করেন। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। এ ঘটনার পর কুষ্টিয়ার জেলা প্রশাসন ও সমাজসেবা কর্তৃপক্ষ পৃথকভাবে দুটি তদন্ত কমিটি গঠন করে। প্রাথমিকভাবে তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত ওই দুই কর্মকর্তাকে অন্যত্র বদলি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শিশুটি নিখোঁজের প্রায় ৪ মাস পরে বেনাপোল স্টেশন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। রিজভীর পরিবার প্রতিবেদককে জানায়, নিখোঁজের পর ট্রেনে চড়ে বেনাপোল স্টেশন এলাকায় চলে যায় রিজভী। সেখানে অসহায় অবস্থায় ছেলেটিকে বসে থাকতে দেখে প্রথমে এক ব্যবসায়ী তাঁর বাড়িতে নিয়ে যায় রিজভীকে। এরপর এক নিঃসন্তান বয়স্ক দম্পতি ছেলেটিকে লালন-পালনের প্রবল আগ্রহ জানিয়ে তাঁদের কাছে নিয়ে যান। পরিচিত এক ব্যক্তি শিশুটিকে ট্রেনে ডিম বিক্রি করতে দেখে পরিবারের সদস্যদের জানান। ওই ব্যক্তির সহায়তায় শিশুটিকে চলতি বছরের ২০ জানুয়ারি উদ্ধার করে কুষ্টিয়ায় নিয়ে আসা হয়। শিশুটি অসুস্থ থাকায় চিকিৎসা শেষে সোমবার তাকে পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে পুলিশ। এদিকে রিজভীকে ফিরে পেয়ে তার পরিবারে স্বস্তি ফিরে এসেছে। তাকে খুজে পেতে সহায়তাকারী প্রশাসন, গণমাধ্যমকর্মী সহ সকলকে বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন পরিবারের সদস্যরা। এছাড়াও এরকম কোমলমতি শিশুদের যারা নির্যাতন করেন তাদের কঠোর শাস্তির দাবি করেছেন তারা।
প্রসঙ্গে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেহাবুর রহমান জানান, শিশুটি গত বছরের ২ নভেম্বর থেকে নিখোঁজ ছিল। গত ২০ জানুয়ারি তাকে বেনাপোল স্টেশন এলাকা থেকে উদ্ধার করা হয়। অসুস্থ থাকায় চিকিৎসা শেষে গতকাল শিশু রিজভীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply