1. nannunews7@gmail.com : admin :
February 5, 2025, 11:56 am

নতুন প্রেমের ইঙ্গিত মিমি চক্রবর্তীর!

  • প্রকাশিত সময় Monday, February 3, 2025
  • 1 বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক ॥বাঙালির ঐতিহ্যবাহী সরস্বতী পূজা যেন কালের পরিক্রমায় হয়ে উঠেছে একপ্রকার ‘বাঙালির ভ্যালেন্টাইনস ডে’। সেই আবহেই নিজের ভাবনা শেয়ার করলেন অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী।
রোববার (২ ফেব্রুয়ারি) সকালে সরস্বতী পূজার সাজে সেজে নিজের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন মিমি। নীল কুর্তা, ঝুমকো, কপালে নীল টিপ, খোলা চুল, আর হাতে ধরা একটি বই— সব মিলিয়ে একেবারে স্নিগ্ধ রূপে ধরা দিয়েছেন তিনি। তবে বিশেষ চমক ছিল তার ইনস্টাগ্রামের ক্যাপশন-এ, যেখানে তিনি লিখেছেন রবীন্দ্রনাথের অমর পঙক্তি:
সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে…
তোমরা যে বল দিবস-রজনী ‘ভালবাসা’ ‘ভালবাসা’
সখী ভালবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়…
এই রোমান্টিক ও ভাবুক শেয়ারেই শুরু হয়েছে জল্পনা। কারণ, সম্প্রতি কানাঘুষো চলছে যে মিমি নাকি নতুন প্রেমে পড়েছেন! দীর্ঘদিন ধরে নিজেকে একাকী বলে দাবি করা মিমির জীবনে নাকি এসেছে বিশেষ একজন মানুষ, যিনি চলচ্চিত্র জগতের কেউ নন। তবে এই সম্পর্ক নিয়ে মিমি এখনো মুখ খোলেননি।
মিমির এই পোস্ট দেখে ভক্তরাও কম কৌতূহলী নন। এক ভক্ত সরাসরি মন্তব্য করেছেন, বিয়েটা করে ফেলছেন না কেন?— যা থেকে বোঝা যায়, মিমির অনুরাগীরাও তার ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায় নিয়ে বেশ আগ্রহী।
তবে সরস্বতী পূজার দিন এই কবিতার আড়ালে কি শুধুই শিল্পীসুলভ রোমান্টিকতা, নাকি নতুন প্রেমের সূক্ষ্ম ইঙ্গিত? উত্তর জানেন কেবল মিমি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640