বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ আলমডাঙ্গা পৌরসভার নতুন গেট নির্মান কাজের উদ্বোধন করলেন পৌর প্রশাসক মহোদয় শেখ মেহেদী ইসলাম।গতকাল বেলা ৩ টার সময় আলমডাঙ্গা পৌর সভার নতুন গেট নির্মান কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শেখ মেহেদী ইসলাম।তিনি বলেন আলমডাঙ্গা পৌরসভা প্রথম শ্রেনীর পৌরসভা,অথচ যে রাজস্ব আদায় হওয়ার কথা সেভাবে রাজস্ব আদায় হয়না,আমরা পৌর সভার সকল নাগরিকদের নাগরিক সুবিধা প্রদান করতে বদ্ধপরিকর। আমি দায়িত্ব নেওয়ার আগে পৌরসভার সামনের রাস্তা দিয়ে চলাচল করা যেত না,সেটা ঢালাই রাস্তা করে নির্মান করা হয়েছে।দীর্ঘ বছর ধরে পশুহাট ডাক হয়নি, আমি দায়িত্ব নিয়ে পৌর পশুহাটের নামে যে মামলা ছিল সেটা স্থগিত করে আমরা এবছর নিলামের ডাক দিয়েছি।আশা করি এবছর ডাক হলে পৌর সভার রাজস্ব আদায় বাড়বে।আসুন আমরা সকলে মিলে পৌর সভাকে সুন্দর করে গড়ে তুলি। এসময় উপস্থিত ছিলেন পৌর সভার নির্বাহী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর হোসেন খান,পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিকুল ইসলাম,পৌর সেনেটারি ইন্সেপেক্টর মাহফুর রহমান,কিলখানা পরিদর্শক সিরাজুল ইসলাম,পৌরসভার প্রধান সহকারি খন্দকার খাইরুল ইসলাম নাশিম,পৌর মেয়রের সিএ হাফিজুর রহমান জীবন,লাইসেন্স পরিদর্শক আনিসুর রহমান,কনজারভেন্স পরিদর্শক আসাদুল ইসলাম,মোস্তাক আহমেদ,স্টোর কিপার হামিদুল হক নীলা,স্বাস্থ্য দপ্তরের টিকা সহকারি মর্জিনা,লিপু সহ সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
Leave a Reply