মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া-পাবনা মহাসড়কের তালবাড়ীয়ায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় আরো এক মোটরসাইকেল আরোহী আহত হয়। শনিবার (১ ফেব্রুয়ারী) বেলা ১২টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়ীয়া হাই স্কুলের সামনে যাত্রীবাহী কাজী এন্টারপ্রাইজ নামক বাসের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত হন। এসময় মোটরসাইকেল আরোহী আরো একজন আহত হয়। নিহত মোটরসাইকেল চালক নাটোর সদর উপজেলার চৌধুরীবাড়ি এলাকার শুভ (৩২) ও আহত ব্যক্তি একই এলাকার হাসেন আলীর ছেলে মোস্তফা (৩২)।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বেলা ১২টায় কুষ্টিয়াগামী মোটরসাইকেল কে পাবনা অভিমুখী একটি বাস ধাক্কা দিলে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই মারা যায় এবং মোটরসাইকেল আরোহী আহত অব¯’ায় গ্রাম্য ডাক্তারের নিকট প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
ঘটনা সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ওসি মোঃ মমিনুল ইসলাম বলেন, বাসের ধাক্কায় একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছে। ঘটনা¯’লে হাইওয়ে পুলিশ উপ¯ি’ত হয়ে আইনগত কার্যক্রম সম্পন্ন করছে।
Leave a Reply