1. nannunews7@gmail.com : admin :
February 1, 2025, 7:06 pm

ঢাকাকে উড়িয়ে শীর্ষে উঠল বরিশাল

  • প্রকাশিত সময় Saturday, February 1, 2025
  • 4 বার পড়া হয়েছে

 

ক্রীড়া প্রতিবেদক ॥আগেই আসর থেকে ছিটকে গেছে ঢাকা ক্যাপিটালস। তাই ফরচুন বরিশালের বিপক্ষে আজকের ম্যাচটা তাদের জন্য কেবলই নিয়ম রক্ষার। চাপহীন থেকে মাঠে নেমেও রূপ বদলালো না ক্যাপিটালস ব্যাটিং লাইনআপের। বরং একশর আগেই অলআউট হয়েছে তারা। ছোট লক্ষ্য ৩৯ বলেই পেরিয়ে গেছে বরিশাল। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ফরচুনরা।

মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৫ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ৭৩ রানের বেশি করতে পারেনি ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ ১৫ রান করেছেন অধিনায়ক থিসারা পেরেরা। রংপুরের হয়ে ৩টি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ নবি, ফাহিম আশরাফ ও তানভির ইসলাম। জবাবে খেলতে নেমে এক উইকেট হারিয়ে ৬ ওভার ৩ বলেই জয়ের বন্দরে পৌঁছে গেছে ঢাকা।

৭৪ রানের লক্ষ্য তাড়ায় আক্রমণাত্মক শুরু করে বরিশাল। ২ ছক্কায় দুর্দান্ত শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি তাওহিদ হৃদয়। ৯ বলে ১৫ রান করেছেন অফফর্মে থাকা এই ওপেনার। এই ওপেনারকে ফিরিয়ে ২১ রানের উদ্বোঢনী জুটি ভাঙেন মুস্তাফিজুর রহমান। ঢাকা সাফল্য বলতে ইনিংসে এতটুকুই।

বাকি গল্পটা ডেভিড মালান আর তামিমক ইকবালের। আর কোনো উইকেট না হারিয়ে মালানের ঝোড়ো ব্যাটিংয়ে ৬ ওভার ৩ বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। ১৬ বলে অপরাজিত ৩৭ রান করেছেন এই টপ অর্ডার ব্যাটার। আর তামিমের ব্যাট থেকে এসেছে অপরাজিত ২১ রান।

এর আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই বেশ ভুগেছে ঢাকা। ঘরের মাঠে আবারো ব্যর্থ তাদের টপ অর্ডার। দলটির সবচেয়ে বড় তারকা লিটন দাস ২ বাউন্ডারিতে ভালো শুরুর আভাস দিয়েছিলেন। তবে ১০ রানের বেশি করতে পারেননি তিনি। আরেক ওপেনার তানজিদ তামিম ১৪ বলে করেছেন ৭ রান।

তিন নম্বরের গুরুত্বপূর্ণ পজিশনে খেলতে নেমে ডাক খেয়েছেন রিয়াজ হাসান। আরেক বিদেশি জেপি কোটজে ১৮ বলে করেছেন ৫ রান। মিডল অর্ডারে ব্যর্থ ছিলেন সাব্বির রহমান-মোসাদ্দেক হসেনরা।

শেষদিকে থিসারা পেরেরা-রনসফোর্ড বিটনরা চেষ্টা করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। সবমিলিয়ে ঢাকা ইনিংসে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল তিন ব্যাটার। বাকি ৮ জনই ছিলেন এক অঙ্কের ঘরে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640