মিরপুর প্রতিনিধি: কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য ও মিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিনের মা হাজী খোদেজা বেগম (৯৫) এর রুহের মাগেফেরাত কামনায় কুলখানী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১লা ফেব্রুয়ারী) দুপুরে সদরপুর আমতলা জামে মসজিদ প্রাঙ্গণে এ কুলখানি অনুষ্ঠিত হয়। কুলখানিতে উপজেলাসহ জেলার বিভিন্ন জায়গা থেকে দল-মত নির্বিশেষে প্রায় ১২-১৩ হাজার মানুষ অংশগ্রহণ করে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন। কুলখানীতে সদরপুর জামে মসজিদের খতিব জমির উদ্দির দোয়া মোনাজাত পরিচালনা করেন। প্রসঙ্গত, (২৬ জানুয়াারি) দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অব¯’ায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে নানান জটিলতা রোগে ভুগছিলেন তিনি। ওইদিন বাদ মাগরিব সদরপুর আমতলা জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার নামাযে জানাযা শেষে তাকে দাফন করা হয়। উল্লেখ্য হাজী খোদেজা বেগম সদরপুর এলাকার মরহুম আব্দুল্লাহ আলাউদ্দিন (মাষ্টার) এর সহধর্মিণী ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য ও মিরপুর উপজেলা আওয়াামীলীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিনের মা। মায়ের কুলখানী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাবেক এই এমপি।
Leave a Reply