কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁপড়া ইউনিয়নের সানপুকুরিয়া গ্রামের তুহিন (২০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন। সে এলাকার জসিম উদ্দিনের ছেলে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকায় নির্মাণাধীন মুসলিম হাইস্কুল ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর দ্রুত তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোজাইক মিস্ত্রি এনামুল জানান, আমরা দুজন একসঙ্গে কাজ করছিলাম। আমি নিচতলায় চলে আসার পর হঠাৎ চিৎকার শুনে উপরে গিয়ে দেখি তুহিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেঝেতে পড়ে আছে। তার শরীর রক্তমাখা এবং মোজাইক কাটার মেশিনের বৈদ্যুতিক তার ছেঁড়া ছিল। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) বলেন, বিদ্যুৎস্পৃষ্ট রোগীকে হাসপাতালে আনা হয়েছিল। কিš‘ তিনি আগেই মৃত্যুবরণ করেছেন।
ঘটনাস্থলে সাংবাদিকদের উপস্থিতি নিয়ে মুসলিম হাইস্কুলের নির্মাণাধীন ভবনের প্রধান মিস্ত্রি অপু সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, নিউজ করতে কে বলেছে? কেন নিউজ করছেন? একইভাবে ঠিকাদার প্রতিনিধি সাইফুল ইসলাম নিজেকে ঠিকাদার না বলে প্রতিনিধির পরিচয় দেন এবং এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। ঘটনাস্থলে পরিদর্শন করে দেখা যায়, তুহিন যে কক্ষে কাজ করছিলেন, সেখানে রক্তমাখা অব¯’ায় মোজাইক কাটার মেশিনের বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে আছে।
Leave a Reply