1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 10:07 am

ইবিতে বাস ভাংচুর ঘটনায় তদন্তে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন

  • প্রকাশিত সময় Monday, January 27, 2025
  • 129 বার পড়া হয়েছে

 

ইবি প্রতিনিধি:
বাস স্টাফের সাথে শিক্ষার্থীদের সাথে অসদাচরণের অভিযোগে মধ্যরাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকে বাস আটকানো, শিক্ষার্থী আহত হওয়া ও বাস ভাঙচুরের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (২৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক অফিস আদেশ সূত্রে এ তথ্য জানা যায়।

চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিতে আই.আই.ই.আর এর পরিচালক অধ্যাপক ড. ইকবাল হোসাইনকে আহ্বায়ক ও পরিবহন অফিসের উপ-রেজিস্ট্রার হাফিজুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দিন ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. ফকরুল ইসলাম। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে যাচাই-বাছাই পূর্বক তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইকবাল হোসাইন বলেন, শুনেছি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাতে এখনও চিঠি না পাওয়া কিছু বলতে পারছি না। অন্যান্য সদস্যদের সাথে কথা বলে কাজ শুরু করবো।

কমিটির সদস্য সচিব ও পরিবহন প্রশাসকের উপ-রেজিস্ট্রার হাফিজুর রহমান বলেন, আমি চিঠি পেয়েছি। চারজনকে নিয়ে আগামী সপ্তাহে মিটিং ডাকা হয়েছে। কিভাবে কী করব তা মিটিং এ সিদ্ধান্ত নিয়ে সামনে আগাবো। এক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কাম্য।

উল্লেখ্য, গত বুধবার (২২ জানুয়ারি) রাতে শিক্ষার্থীদের সাথে এসবি পরিবহনের একটি বাসের সুপারভাইজারের খারাপ ব্যবহারের অভিযোগে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা বাসটি আটক করে। ঘটনাস্থলে একজন শিক্ষার্থী আহত হন এবং কয়েকজন শিক্ষার্থী বাসে ভাঙচুর চালায়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ভাঙচুরে বাধা দিলে ভাঙচুরকারীরা সমন্বয়কদের উপর চড়াও হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640