কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া সিভিল সার্জন কার্যলয়ের উদ্দোগে ও দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগীতায় কুষ্টিয়ায় বিশ্ব কুষ্ঠ দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সকাল ৯টায় বন্যাট্য র্যালি বের হয়ে কুষ্টিয়া শহর প্রদক্ষিন করে সিভিল সার্জন কার্যলয়ে এসে শেষ হয়। র্যালি শেষে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যলয়ের হলরুমে ”ঐক্যবদ্ধ কাজ করি, কুষ্ঠ মুক্ত দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা আনুষ্ঠিত হয়। আলোচনা শেষে গরীব-অসহায় দুঃস্থ কুষ্ঠ রোগীদের মাঝে কম্বল বিতরন করে সিভিল সার্জন কুষ্টিয়া। আলোচনা সভার সভাপতিত্ব করেন জাহেদুল হক মতিন ,প্রোগ্রাম -কো- অর্ডিনেটর, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ আকুল উদ্দিন, সিভিল সার্জন কুষ্টিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আহসান হাবিব , রনজিত কুমার পাল, প্রোগ্রাম অফিসার , জেলা সিভিল সার্জন অফিস, ডাঃ নওরিন আলম সিজা, ডাঃ সাজিয়া আফরিন (এমওডিসি) সহ কুষ্ঠ রোগে আক্রান্ত দরিদ্র অসহায় রোগীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার শুরুতে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রোগ্রাম -কো- অর্ডিনেটর জনাব জাহেদুল হক মতিন কুষ্ঠ রোগের ইতিহাস “ কুষ্ঠ রোগ প্রতিরোধ ও আমাদের করনীয় শীর্ষক বিস্তারিত আলোচনা করেন।এইপি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মুক্তি দি
Leave a Reply