স্পোর্টস রিপোর্টার: ২০২৪ সালের ব্যক্তিগত পারফরমেন্স বিবেচনায় গতকাল বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেরা একাদশে নাম নেই বাংলাদেশ-ভারত-অস্ট্রেলিয়া-ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের ক্রিকেটারদের। চারটি দেশের ক্রিকেটাররা সুযোগ পেয়েছেন গেল বছরের সেরা ওয়ানডে একাদশ। এশিয়ার তিনটি দেশ- শ্রীলংকা, পাকিস্তান ও আফগানিস্তানের সাথে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের নিয়ে ওয়ানডে একাদশ সাজানো হয়েছে।
আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল :
সাইম আয়ুব (পাকিস্তান), রহমানুল্লাহ গুরবাজ (আফগানিস্তান), পাথুম নিশাঙ্কা (শ্রীলংকা), কুশল মেন্ডিস (শ্রীলংকা, উইকেটরক্ষক), চারিথ আসালঙ্কা (শ্রীলংকা, অধিনায়ক), শেরফানে রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), আজমতুল্লাহ ওমরজাই (আফগানিস্তান), হাসারাঙ্গা ডি সিলভা (শ্রীলংকা), শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান), হারিস রউফ (পাকিস্তান), এএম গজানফার (আফগানিস্তান)।
Leave a Reply