নিজস্ব প্রতিনিধি:
আওয়ামীলীগ সরকার পতনের পর পরই কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কে চুরি ছিনতাই বেড়ে যায়।
বিশেষ করে রাতে গরু ছিনতাই ও মোবাইলসহ নানা ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটেছে প্রায় অর্থশত ।
এমন পরিস্থিতি মোকাবেলা করতে মাঠে নেমেছে কুমারখালী থানা পুলিশ।
ইতিমধ্যেই কুষ্টিয়ার কুমারখালীতে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি পাহারা জোরদার করা হয়েছে।
রাতে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়মিত পুলিশি পাহারা অব্যাহত রয়েছে। ইতিমধ্যে চুরি ডাকাতিসহ বিভিন্ন অপরাধ অনেকাংশে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী ।
আওয়ামীলীগ সরকারের পতনের পর সারাদেশের মতো কুমারখালীতেও আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়। এলাকায় অপরাধ প্রবণতা বেড়ে গেলেও পুলিশি ভূমিকা অনেকাংশে কম ছিলো। সাম্প্রতিক সময়ে কুমারখালী থানা পুলিশ এলাকায় পুলিশি পাহারা জোরদার করায় অপরাধ প্রবণতা অনেকটাই কমেছে বলে মন্তব্য করেছেন এলাকার মানুষ।
এলাকাবাসী ও পথচারীরা জানান, সরকার পতনের পর পুলিশ কর্মবিরতিতে যাওয়াই তাদের মধ্যে ভয়ভীতি কাজ করতো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির বেশ অবনতি হয়েছিল। বর্তমানে পুলিশ আগের মতো দায়িত্ব পালন করায় স্বাচ্ছন্দে চলতে পারছেন তারা। এছাড়া বর্তমানে কোন কাজে থানাতে গেলেও সম্মানের সহিত যে কোন কাজ করা যাচ্ছে । আইনশৃঙ্খলা পরিস্থিতি সামনে আরো অনেক উন্নত হবে বলে আশা করেন তারা। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলে মন্তব্য করেন তারা।
রাতে টহলরত পুলিশের এ এস আই আব্দুল আজিজ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য থানা পুলিশ সার্বক্ষণিকভাবে কাজ করছে। আমরা টহলে থাকলে কোন চোর ডাকাত জনগণের কোনো ক্ষতি করতে পারবে না। সরকার পতনের পর জনগণ বিভিন্ন রকম আতঙ্কগ্রস্থ ছিল আমরা সেটা অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলাইমান শেখ জানান, ৫ ই আগস্টের পর আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অবনতি ঘটেছিল সেই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে সর্বাত্মক চেষ্টা করছি এবং আমরা সফল হয়েছি। আমরা রাত্রিকালীন টহল জোরদার করেছি রাতে আটটি পার্টি বের করা হয়। পুলিশের প্রতি মানুষের যে নেগেটিভ ধারণা ছিল সেটি পজেটিভ করার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। আমরা বিভিন্ন সময় বিশেষ পদক্ষেপ নিয়েছি গ্রামে পাহারার ব্যবস্থা করা, রাত্রিকালীন পাহারা জোরদার করা। ইতিমধ্যে আমরা বেশ কয়েকজন চোর ও ডাকাত ধরতে সক্ষম হয়েছি।
Leave a Reply