বশিরুল আলম,আলমডাঙ্গা থেকেঃ আলমডাঙ্গা হারদী স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ বোরহান উদ্দিন ইন্তেকাল করেছেন।
গত ২২ জানুয়ারি আনন্দধাম পুরাতন বাজারের তার নিজ বাসভবনে রাত সাড়ে ৮টার মৃত্যু বরন করেন।(ইন্নালিল্লাহি—– রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৪)।তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।মৃত্যুর সংবাদ পেয়ে তার দীর্ঘদিনের সহকর্মি ডাঃ মঞ্জুরুল ইসলাম বেলু,ডাঃ ওবাইদুল, ডাঃ আব্দুল কুদ্দুস,ডাঃ আবুল হাসনাত, ডাঃ তরিকুল ইসলাম,ডাঃ শাহরিয়ার কাজল, ডাঃ গোলাম জাকারিয়া খালিদ তপন,সহ হারদী স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা কর্মচারি শোক প্রকাশ করেছেন।গতকাল বাদ জোহর আলমডাঙ্গা দারুস সালামে তার জানাযার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে।উল্লেখ্য ডাঃ বোরহান
বাগেরহাট ম্যাটস এর ১ম ব্যাচ এর ছাত্র ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ ও কিডনি রোগে ভুগছিলেন।মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে রেখে গেছেন।তার বড় ছেলে তারিকুজ্জামান মিল্টন লন্ডনে থাকে,ছোট ছেলে তোহিদুজ্জামান রাব্বি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অধ্যয়ন রত আছে।
Leave a Reply