স্পোর্টস রিপোর্টার: প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে মাঠে কথার লড়াইয়ে নেমে হয়েছেন সমালোচিত। তবুও তাকে ঘিরে ফের দানা বেঁধেছে বিতর্ক। এবার বিপক্ষ দল নয়, নিজ দল ফরচুন বরিশালের সতীর্থের সঙ্গে জড়াল তামিমের নাম। ১৯ জানুয়ারি চিটাগং কিংসের মুখোমুখি হয়েছে বরিশাল। ম্যাচে মেজাজ হারাতে দেখা যায় তামিমকে। সতীর্থ ডেভিড মালানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে মাঠ ছাড়ার সময় তাকে কিছু একটা বলতে শোনা যায়। মালানের কারণে রানআউট হন তামিম, সঙ্গে সঙ্গে মালান সরিও বলেন। তবে, ক্ষোভ আর বিরক্তি নিয়ে ডাগআউটে ফিরে যান তামিম। তামিম অবশ্য স্পষ্ট করেছেন বিষয়টি। গতকাল নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে ঘটনা তুলে ধরেন তিনি। তামিম জানান, মালানের সঙ্গে তার কিছুই হয়নি। মাঠে ভুল বোঝাবুঝি হতেই পারে। তামিম তার পোস্টে বলেন, ‘অনেকে আমাকে জিজ্ঞেস করছেন, মাঠে ডেভিড মালানের সঙ্গে কিছু হয়েছিল কি না। এটা নিয়ে না কি অনেক আলোচনা হচ্ছে। অথচ আমার সঙ্গে মালানের কিছুই হয়নি। মালান তো ওভাবে জবাব দিচ্ছিল প্রতিপক্ষের একজনকে! মাঠে দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝি হতেই পারে। তাৎক্ষণিকভাবে হতাশা প্রকাশ করাও স্বাভাবিক। আমি রান আউট হওয়ার পরই মালান হাতের ইশারায় সরি বলেছে। আমি সেদিকে তাকিয়ে মাঠের বাইরে চলে যাই। তার সঙ্গে কোনো কথাই হয়নি। কাছে থাকা প্রতিপক্ষের একজন ফিল্ডার তখন মালানকে একটা কথা বলেছে, যা তার ভালো লাগেনি। মালান সেই ফিল্ডারকে জবাব দিচ্ছিল, তার দিকেই এগিয়ে যাচ্ছিল। অথচ সেটাকে অনেকে বানিয়ে ফেলেছে, আমার সঙ্গে না কি মালানের ঝামেলা হয়েছে!’
Leave a Reply