স্পোর্টস রিপোর্টার: মালয়েশিয়ায় অনুষ্ঠিত নারীদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী েিকেকট দল। আসরের প্রথম ম্যাচেই নেপালকে হারিয়ে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। তাদের ৫২ রানে অলআউট করে ৫ উইকেট হারিয়ে ১৩.২ ওভারেই লক্ষ্য পৌছে বাংলাদেশ। শুধু বোলিং কিংবা ব্যাটিং নয়, বাংলাদেশের মেয়েরা ফিল্ডিংয়েও দারুণ করে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ জিতে নিয়েছে। বাঙ্গিতে টস জিতে নেপালকে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাঠায় বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে করে বাংলাদেশকে ৫৩ রানের লক্ষ্য দেয় তারা। জবাবে তিন ওভারের মধ্যে ১১ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল লাল-সবুজ দল। এরপর চতুর্থ উইকেটে সাদিয়া ইসলাম ও সুমাইয়া আক্তার মিলে ২১ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন। সাদিয়া ২৪ বলে ১৬ রান করে আউট হলে ভাঙে জুটি। স্কোরবোর্ডে আরও ৯ রান যোগ করে সুমাইয়াও আউট হন ব্যক্তিগত ১২ রান করে। বাকি পথ অনায়াসেই পাড়ি দেন আফিয়া ইরা ও জান্নাতুল মাওয়া। তাদের অবিচ্ছিন্ন ১২ রানের জুটিতে বাংলাদেশ ১৩.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। নেপালের মেয়েদের মধ্যে রচনা চৌধুরী, রিয়া শর্মা, সীমানা ও পূজা প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নেপাল ৫২ রানে অলআউট হয়েছে। নেপালের হয়ে দুইজন কেবল দুই অঙ্কের ঘরে রান করতে পেরেছেন। ওপেনার সানা পারভীনের ব্যাট থেকে আসে ১৯ রান। এছাড়া সীমানা খেলেন ১০ রানের ইনিংস। এদের দুইজনের ব্যাটেই মূলত ১৮.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৫২ রান সংগ্রহ করে নেপাল। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন মাওয়া। নিশিতা আক্তার, ফাহমিদা ছোঁয়া ও আনিসা আক্তার শোভা নেন একটি করে উইকেট। নেপালের বাকি ৫ ব্যাটার হয়েছেন রান আউটের শিকার।
Leave a Reply