1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 3:07 pm

কুষ্টিয়া কুমারখালী শ্রমিক দল নেতার দখল করা মার্কেটে ভাড়া তুলছেন জাসদ নেতা

  • প্রকাশিত সময় Monday, January 20, 2025
  • 144 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মকর্তার মার্কেট দখল করেছেন শ্রমিক দলের নেতা। গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর মার্কেটটি দখলে নেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান। প্রায় ৬ কোটি টাকা মূল্যের মার্কেটের ২২টি দোকানের সবগুলি নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন তিনি। আর শ্রমিকদল নেতার দখল করা মার্কেটের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিমাসে জোরপূর্বক ভাড়া উত্তোলন করছেন জাসদ নেতা কামাল বিশ^াস। কামাল বিশ^াস উপজেলা জাসদের যুগ্ম সম্পাদক। মার্কেটের ২২টি দোকানের একটিতে করা হয়েছে উপজেলা শ্রমিক দলের কার্যলয়। বেশ কিছু চেয়ার টেবিল বসিয়ে দেয়ালে টাঙ্গানো বিএনপি নেতাদের ছবি। ভুক্তভোগী মোমতাজ আলী শেখ বলেন, ৫ আগস্ট রাজনৈতিক পেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে শ্রমিক দল নেতা আব্দুল হান্নান আমার দুইটা দোকান ঘর দখল করে নেন। পরে মার্কেটের ২২টি দোকানের সবগুলিই তারা দখল করে নেন। তিনি জানান, কুমারখালী থানায় বারবার অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাচ্ছেন না। পুলিশ বলছে, বারবার নিষেধ করার পরও তারা কোন কথায় শুনছেন না।
সুত্রে জানা যায়, ১৯৮৩ সালে হানিফ মিয়ার ৪৩.৫০ শতক জমির মধ্যে ৩৩ শতক জমি এওয়াজ দলিলে উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাঝগ্রামের মৃত আফসার আলী শেখের ছেলে মোমতাজ আলী শেখের নিকট হস্তান্তর করেন। এরপর সেখানে মোমতাজ আলী ২২টি সেমিপাকা দোকান ঘর নির্মাণ করেন। দোকানগুলি থেকে তিনি প্রতিমাসে নিয়মিত ভাড়া উত্তোলন করতেন। গত বছর ৫ আগষ্ট হাসিনা সরকার পতনের পর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান ও উপজেলা জাসদের যুগ্ম সম্পাদক কামাল বিশ^াস জোরপূর্বক তার দুইটি দোকান দখল করে নেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দখল করা দুইটি দোকানের একটিতে বিএনপির নেতা কর্মীদের ছবি টানিয়ে রেখেছেন এবং অপরটি ভাড়া দিয়েছেন। বাকি ২০টি দোকানে মোমতাজের ভাড়াটিয়া থাকলেও জোরপূর্বক ভাড়া উত্তোলন করছেন হান্নান ও কামাল বিশ^াস।
মাকের্টের ভাড়াটিয়া রুহুল আজম জানান, ২০০৭ সালে দোকানটি মোমতাজের কাছ থেকে ভাড়া নিয়ে তাকেই নিয়মিত ভাড়া পরিশোধ করে আসছিলাম। গত কয়েকদিন আগে থেকে কামাল বিশ^াস মার্কেটের সকল ব্যবসায়ীদের কাছে ভাড়া দাবি করেন। প্রথমে ভাড়া অস্বীকৃতি জানালেও পরে ব্যবসায়ীদের ওপর চাপ সৃষ্টি করে। পরে আমরা কামাল বিশ^াসকে ভাড়া দিয়েছি।
ভুক্তভোগী মোমতাজ আলী শেখ জানান, দুর্গাপুর বিশ^াসপাড়ার আলাউদ্দিন বিশ^াসের ছেলে জাসদ নেতা কামাল বিশ^াস ও সদকী ইউনিয়নের সোহরাব উদ্দিনের ছেলে শ্রমিক দল নেতা আব্দুল হান্নান আমার মার্কেট দখল করেছেন। তিনি আরো জানান, আমার ক্রয়কৃত সম্পত্তি এবং সেই জমিতে আমার নির্মিত ২২টি সেমিপাকা দোকান ঘর রয়েছে। দোকানগুলো ব্যবসায়ীরা দীর্ঘদিন পূর্বে আমার থেকে ভাড়া নিয়েছে এবং তারা আমাকে নিয়মিত ভাড়া প্রদান করে আসছে।
তবে দখলকারী শ্রমিক দল নেতা হান্নান বিশ্বাস বলেন, জমিটি ২০০৭ সালে মূল মালিকের কাছ থেকে কিনেছেন কামাল বিশ^াস। আওয়ামীলীগের সময় প্রশাসন দিয়ে মোমতাজ আলী জমিটি জমি দখল করে নেন। ৫ আগস্টের পর ফেরত নেয়া হয়েছে। তবে হান্নান এবং কামাল বিশ^াস কোন কাগজ দেখাতে পারেননি। তাদের কাগজপত্র ও দলিল আদালতে জমা রয়েছে বলে জানান। মোমতাজ শেখ বলেন, আমার জমি কেনার ২৬ বছর পর কামাল বিশ^াস একটি জাল দলিল তৈরী আদালতে মামলা দয়ের করেন। ওই জাল দলিলটি বিজ্ঞ আদালতে আটকে দিয়েছেন এবং আমার পক্ষে আদালত আদেশ দিয়েছেন।
মোমতাজ শেখ আরো বলেন, দীর্ঘদিন থেকে তারা আমার জমিটি দখলে নেয়া চেষ্টা করে আসছে। আমি কামাল বিশ^াসের নামে একটি দেওয়ানী মামলা দায়ের করি। উক্ত মামলায় আদালত ২২টি দোকান ঘরের রক্ষনাবেক্ষণ মেরামত ও ভাড়া বিলের মাধ্যমে বা স্বয়ং দখল ভোগ করার অধিকার আমার পক্ষে অনুকুলে রাখার আদেশ প্রদান করেন এবং কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সামগ্রিক বিষয়ে তদারকির জন্য নির্দেশ প্রদান করেন। আদালতের আদেশের কপিসহ মোমতাজ শেখ একাধিবার লিখিত অভিযোগ দিলেও কোন ব্যবস্থা নেয়নি কুমারখালী থানা পুলিশ। উল্টো কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সোলাইমান শেখ বলেন, এভাবে আদালতের আদেশের কপি দিলে হবে না। আদালতের আদেশের কপি আদালত থেকে আমার কাছে আসতে হবে। মোমতাজ শেখের অভিযোগ এই ওসির সাথে আতাত করেই শ্রমিক দল নেতারা জমিটি দখল করেছেন।
জমির দলিল, হোল্ডিং ট্যাক্র ও খাজনাসহ আইনত সকল কাগজপত্র থাকার পরও গত ৫ আগস্ট রাজনৈতিক পেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে শ্রমিক দল নেতারা ব্যক্তিগত ওই মার্কেটি দখল করে নেন জানান ব্যবসায়ীরা। দোকানদারদের ভয়ভীতি দেখিয়ে ও মারমুখী হয়ে জোরপূর্বক ২২ দোকানের ৬৯ হাজার ৩শত টাকা আদায় করে নেয়।
তদন্ত কর্মকর্তা কুমারখালী থানার এসআই মারজান জানান, মোমতাজ শেখের সকল কাগজত্র সঠিক আছে। আদালতের আদেশও তার পক্ষে। আমি একাধিবার ঘটনাস্থলে গিয়ে দোকানের ভাড়া তুলতে নিষেধ করেছি। কিন্তু তারা কোন কথায় শুনছেন না।
মোমতাজ শেখ বলেন, বিষয়টি দোকানদাররা আমাকে জানালে আমি গিয়ে তাদের এসব কার্যকলাপ করার কারণ জিজ্ঞাসা করা মাত্রই তারা আমার উপর মারমুখী হয়ে উঠে এবং প্রাণনাশের হুমকিসহ অকথ্য ভাষায় গালাগালি করেন। আমি এবং আমার পরিবার ভয়ে আতঙ্কের মধ্যে চলাফেরা ও বসবাস করছি। তারা যে কোন সময় আমার বড় ধরণের ক্ষতিসাধন করতে পারে। উপজেলা জাসদের সভাপতি জয়দেব বিশ^াস জানান, কামাল বিশ^াস উপজেলা জাসদের যুগ্ম সম্পাদক ছিলেন। বর্তমানে দেখছি বিএনপি নেতাদের সাথে চলাফেরা করছে। বর্তমানে সে জাসদের রাজনীতির সাথে সক্রিয় নেই। উপজেলা শ্রমিক দলের সভাপতি কিয়াম বিশ^াস বলেন, শুনেছি জায়গা নিয়ে মামলা রয়েছে। দখলের বিষয়টি আমি জানি না। আমি ওই অফিসে যায় না, বসিও না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640