কাগজ প্রতিবেদক ॥ বাঙালির শিল্প-সংস্কৃতির সাথে মিশে আছে হাজার বছরের ঐতিহ্য ‘কুষ্টিয়ার মৃৎশিল্প’। সে ঐতিহ্য বাঙালি বুকে লালন ও পালন করে আসছে যুগ যুগ ধরে। কুষ্টিয়ার কুমারখালী থানার কয়া গ্রামে মাটির তৈরি কাজে ব্যস্ত কুমার। কুষ্টিয়ার মৃৎশিল্পের অতীত ঐতিহ্য খুবই সমৃদ্ধশীল। মোহিত রায় সম্পাদিত কুমুদনাথ মল্লিক ‘নদীয়া কাহিনী’ গ্রন্থে লিখেছেন: “মৃৎশিল্পী ও ভাস্কর কার্তিকচন্দ্র পাল ১৯৪০ খৃস্টাব্দে মাত্র ২৫ বছর বয়সে কালিম্পঙে রবীন্দ্রনাথের প্রতিমূর্তি তৈরি করেন কবির সামনে বসে। রবীন্দ্রনাথ লিখেছেন: ‘কৃষ্ণনগরের মূর্তিশিল্পী শ্রীযুক্ত কার্তিকচন্দ্র পাল আমার যে মূর্তি গঠন করিয়াছেন তাহাতে বিশেষ সন্তুষ্ট হইয়াছি। তাঁহার দ্রুত হস্তের নৈপূণ্য প্রশংসনীয়। ইউরোপ আমেরিকায় যে শিল্পীরা আমার মূর্তি গড়িয়াছেন তাঁহারা আমাকে ক্লান্তিতে পীড়িত করিয়াছিলেন- ইহার হাতে সে দু:খ পাই নাই’।” আমি মনে করি, বাঙালির জীবন থেকে এই শিল্প কখনো একেবারে মুছে যাবে না। হাজার বছর ধরে এসব শিল্পপণ্য কালেরসাক্ষী হয়ে থাকবে আমাদের লোকজ সংস্কৃতিতে।ৃ
Leave a Reply